TRENDING:

Tripura Assembly Election: আদিবাসীরা বিমুখ, ত্রিপুরা ধরে রাখতে বিজেপি-র ভরসা বাঙালি ভোট! অঙ্ক এবার কঠিন

Last Updated:

আদিবাসী ভোট ব্যাঙ্ক হাতছাড়া হলে তার পাল্টা বাঙালি ভোটকে নিজেদের পক্ষে একজোট করাই এখন তাই বিজেপি-র লক্ষ্য৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আগরতলা: রাত পোহালেই ত্রিপুরায় ভোট৷ উত্তর পূর্বের এই ছোট্ট রাজ্যের ভোট নিয়ে অবশ্য গোটা দেশেই কৌতূহল রয়েছে৷ ২৫ বছরের বাম শাসনের অবসান করে ত্রিপুরা দখল করা বিজেপি কি দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় আসতে পারবে? এই প্রশ্নটাই এখন ঘুরছে রাজনৈতিক মহলে৷
মসনদে ফিরবেন মানিক? Photo-PTI
মসনদে ফিরবেন মানিক? Photo-PTI
advertisement

বলার অপেক্ষা রাখে না, পাঁচ বছর আগে ৬০টির মধ্যে ৩৬টি আসন দখল করলেও ত্রিপুরায় এবার কঠিন লড়াইয়ের মুখেই পড়তে চলেছে বিজেপি৷ তার অবশ্য একাধিক কারণও রয়েছে৷

আরও পড়ুন: হাতের রং এবার লাল, গেরুয়া হঠাতে জোটের জোর কত? ক্ষোভ নিভিয়ে জয় খুঁজছে 'বামগ্রেস'

advertisement

প্রথমবার ত্রিপুরা দখলের পরই বিজেপি-র অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ আলটপকা মন্তব্য, ঔদ্ধত্য, রাজনৈতিক অভিজ্ঞতার অভাব- সবমিলিয়ে দলের মধ্যেই অসন্তোষ বাড়ছিল বিপ্লব দেবকে নিয়ে৷ ভাঙন ধরছিল দলের রাজ্য সংগঠনে৷

বিপ্লব দেবকে না সরালে যে ত্রিপুরাই তাদের হাতছাড়া হতে পারে, তা বুঝতে ভুল করেননি বিজেপি-র কেন্দ্রীয় নেতারা৷ গত বছরের মাঝামাঝি সময় তাই তড়িঘড়ি বিপ্লব দেবকে সরিয়ে মানিক সাহাকে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসানো হয়৷

advertisement

মানিক সাহা মুখ্যমন্ত্রী হওয়ার পর ত্রিপুরা বিজেপি-র অভ্যন্তরে ডামাডোল কমে৷ ধীরে ধীরে ত্রিপুরায় নতুন করে ঘর গুছিয়ে নিচ্ছিল গেরুয়া বাহিনী৷ এক্ষেত্রে বিজেপি-র সবথেকে বড় অস্ত্র হয়ে দাঁড়িয়েছিল রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী সামাজিক প্রক্যল্পগুলি৷

আরও পড়ুন: কন্যাসন্তান জন্মালেই ৫০ হাজার টাকা! মেয়েদের মন পেতে মরিয়া বিজেপি

advertisement

সবকিছু যখন বিজেপি-র জন্য মসৃন ভাবে এগোচ্ছে, তখনই আদিবাসী আবেগকে কাজে লাগিয়ে উঠে আসে ত্রিপুরার রাজা প্রদ্যোৎ মাণিক্য দেব বর্মণের তিপ্রামোথার নাম৷ অন্যদিকে ভোটের আগেই আসন সমঝোতার সিদ্ধান্ত নেয় বাম-কংগ্রেস৷ ফলে ত্রিপুরায় এবার বিজেপি-র কাজটা সহজ নয় বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷

ত্রিপুরায় বিজেপি-র পক্ষে যদি যায় বিভিন্ন জনমুখী প্রকল্প, তার পাশাপাশি বিজেপি-র বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগও উঠছে৷ বিজেপি নেতারা মুখে বিপুল কর্মসংস্থানের কথা বললও সেই দাবিতে মন ভিজছে না যুব সমাজের৷ এর পাশাপাশি চাকরি হারানো দশ হাজারের বেশি সরকরারি স্কুল শিক্ষকের আন্দোলন তো রয়েইছে৷ যে ক্ষোভকে হাতিয়ার করছে ত্রিপুরার বিরোধী দলগুলি৷

advertisement

সাংগঠনিক দিক দিয়ে শক্তিশালী হলেও আদিবাসী ভোটব্যাঙ্কও চিন্তায় রাখছে বিজেপি-কে৷ কারণ রাজ্যের এক তৃতীয়াংশ কেন্দ্রই আদিবাসীদের জন্য সংরক্ষিত৷ গতবার বিজেপি-কে ভরসা দিয়েছিল জোটসঙ্গী আউপিএফটি৷ কিন্তু এবার তাদের প্রভাব অনেকটাই স্তিমিত৷ বরং আদিবাসী ভোট ব্যাঙ্কের উপরে উত্থান ঘটেছে তিপ্রামোথার৷ আদিবাসীদের দীর্ঘদিনের দাবিকে সমর্থন করে ক্ষমতায় এলে পৃথক রাজ্যের ইস্যু নিয়েও

সরব হওয়ার আশ্বাস দিয়েছেন প্রদ্যোৎ মাণিক্য৷

আদিবাসী ভোট ব্যাঙ্ক হাতছাড়া হলে তার পাল্টা বাঙালি ভোটকে নিজেদের পক্ষে একজোট করাই এখন তাই বিজেপি-র লক্ষ্য৷ আদিবাসী প্রভাবিত কেন্দ্রগুলিতে যাতে সংখ্যালঘু বাঙালিদের সমর্থন তাঁদের দিকেই থাকে, সেটাই নিশ্চিত করার চেষ্টায় রয়েছে বিজেপি৷ কারণ সত্যিই রাজ্যভাগের দাবি বিয়ে সক্রিয়তা বাড়লে নিজেদের ভবিষ্যৎ নিয়েও আশঙ্কায় থাকবেন বাঙালিরা৷ বিজেপ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, তারা রাজ্যভাগের বিরুদ্ধে৷ যদিও বাঙালি ভোট ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনই বেশি বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷ বলা ভাল, আদিবাসী ভোটের উপরেই ত্রিপুরার ভোটের ফলাফল এবং রাজ্যে বিজেপি-র ভবিষ্যতের অনেকটা নির্ভর করছে৷

এত কিছুর পরেও অবশ্য সাংগঠনিক শক্তির বিচারে বিজেপি-কে এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা৷ এর অন্যতম কারণ দীর্ঘদিন ধরে রাজ্যে শাসন করা বামপন্থীদের উপরে ক্ষোভ এবং সেই সময়ের অনুন্নয়ন৷ কংগ্রেস বামেদের সঙ্গে হাত মেলালেও ভাল কিছু করতে তাদের নিজেদের কতটা উৎসাহ রয়েছে, তা নিয়েও প্রশ্ন উঠছে৷ কারণ কংগ্রেসের কোনও শীর্ষ নেতাই ত্রিপুরায় যাওয়ার প্রয়োজন বধ করেননি৷ অন্যদিকে বিজেপি-র হয়ে প্রচারে এসেছেন নরেন্দ্র মোদি, অমিত শাহরা৷ মূল দুই বিরোধী শক্তির এই ছন্নছাড়া অবস্থাই হয়তো বিজেপি নেতাদের দ্বিতীয় বার ত্রিপুরা দখলের বিষয়ে ভরসা জোগাচ্ছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

সব সর্বশেষ পড়ুন ত্রিপুরা বিধানসভা নির্বাচন 2023 এখানে খবর

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Tripura Assembly Election: আদিবাসীরা বিমুখ, ত্রিপুরা ধরে রাখতে বিজেপি-র ভরসা বাঙালি ভোট! অঙ্ক এবার কঠিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল