TRENDING:

BJP Candidate List: সন্দেশখালি 'জিইয়ে' রেখেই বসিরহাটে চমকে দিল বিজেপি! রেখার মতে, মোদিই আসলে মুখ

Last Updated:

BJP Candidate List Rekha Patra: সন্দেশখালির আন্দোলনের মুখকে লোকসভায় নিয়ে যেতে মরিয়া বিজেপি। অনেকেই আবার একে বিজেপির মাস্টারস্ট্রোক বলছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বাংলায় বিজেপির দ্বিতীয় দফা প্রার্থী তালিকা ঘোষণায় বিরাট চমক বসিরহাট লোকসভা কেন্দ্রে। বসিরহাট থেকে বিজেপি প্রার্থী হয়েছেন রেখা পাত্র। আর এই রেখা হলেন সন্দেশখালির আন্দোলনের মুখ।
বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্র
বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্র
advertisement

সন্দেশখালির আন্দোলনের মুখকে লোকসভায় নিয়ে যেতে মরিয়া বিজেপি। অনেকেই আবার একে বিজেপির মাস্টারস্ট্রোক বলছেন। বসিরহাট কেন্দ্র থেকে প্রার্থীকে প্রার্থী করা হয়েছে তাঁকে। এই আসনে তৃণমূলের প্রার্থী হিসাবে রয়েছেন নুরুল ইসলাম। আর সেখানেই প্রার্থী করা হল রেখা পাত্রকে।

আরও পড়ুন: বাংলায় বিজেপির দ্বিতীয় দফা প্রার্থীতালিকায় চমকের পর চমক, কোথায় কে দেখুন

বিজেপি প্রার্থী হয়ে রেখা বলেন, ‘সর্বদাই মা-বোনদের পাশে থাকব। মাননীয় নরেন্দ্র মোদিজি আমাকে বেছে নিয়েছেন। আমার মতো গ্রামের মহিলাকে উনি বেছে নিয়েছেন। চিরকাল এখানকার মা বোনেদের হয়ে আমি কথা বলব।’ সন্দেশখালি আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্রকে বিজেপির টিকিট যে এই ইস্যুকে ‘জিইয়ে’ রেখে দেওয়ারও এক সুকৌশল তা বলছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

advertisement

আরও পড়ুন: এখনও অধরা ৪২ আসনে প্রার্থী-নাম, বাংলার কোন চারটি আসনে জট কাটল না পদ্মশিবিরের?

সেরা ভিডিও

আরও দেখুন
জলাশয়ে দেশীয় মাছের শত্রুর হানা! খেয়ে সাবাড় করে দিচ্ছে সমস্ত কিছু
আরও দেখুন

এবার লোকসভা ভোটের অন্যতম ইস্যু যে সন্দেশখালি তা বলাইবাহুল্য। একের পর এক গ্রামের মহিলারা যে আন্দোলনে নেমেছিলেন, তাতে পাশে দাঁড়িয়েছিল বিজেপি। এমনকী স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাতেও আনা হয়েছিল সন্দেশখালির মহিলাদের। তাঁদের সঙ্গে কথাও বলেন তিনি। ইঙ্গিত মিলেছিল তখনই। ভোটের আগে সেই সন্দেশখালিকে সামনে রেখেই এবার বসিরহাট কেন্দ্রে লড়াই করতে চলেছে গেরুয়া শিবির।

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
BJP Candidate List: সন্দেশখালি 'জিইয়ে' রেখেই বসিরহাটে চমকে দিল বিজেপি! রেখার মতে, মোদিই আসলে মুখ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল