TRENDING:

Aparupa Poddar: টিকিট পাননি, মমতার সভার মঞ্চেও জায়গা হল না! ক্ষোভ উগরে দিলেন সাংসদ অপরূপা

Last Updated:

দৃশ্যত ক্ষুব্ধ অপরূপা পোদ্দার সভাস্থল ছেড়ে বেরিয়েও যান৷ বিদায়ী সাংসদের অভিযোগ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বেচারাম মান্নার নির্দেশেই তাঁকে মঞ্চে উঠতে দেওয়া হয়নি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাপন সাঁতরা, আরামবাগ: একে এবার দল তাঁকে টিকিটই দেয়নি৷ তার উপরে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় মঞ্চেও তাঁকে উঠতে দেওয়া হয়নি বলে ক্ষোভে ফেটে পড়লেন আরামবাগের বিদায়ী তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার৷ এর জন্য সরাসরি দলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাম না করে মন্ত্রী বেচারাম মান্নার বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন অপরূপা৷
সভাস্থল ছেড়ে বেরিয়েও যান ক্ষুব্ধ অপরূপা৷
সভাস্থল ছেড়ে বেরিয়েও যান ক্ষুব্ধ অপরূপা৷
advertisement

আরামবাগ লোকসভা কেন্দ্রে এবার দু বারের অপরূপা পোদ্দারকে টিকিট দেয়নি তৃণমূল৷ তার বদলে প্রার্থী করা হয়েছে মিতালি বাগকে৷ বুধবার মিতালি বাগের সমর্থনে আরামবাগে সভা করতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অপরূপার অভিযোগ, ওই সভাতেই তাঁকে মঞ্চে ওঠার সময় আটকে দেওয়া হয়৷ এর কিছুক্ষণ পরই দৃশ্যত ক্ষুব্ধ অপরূপা পোদ্দার সভাস্থল ছেড়ে বেরিয়েও যান৷ বিদায়ী সাংসদের অভিযোগ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বেচারাম মান্নার নির্দেশেই তাঁকে মঞ্চে উঠতে দেওয়া হয়নি৷

advertisement

আরও পড়ুন: সাবান যে রংয়েরই হোক, ফেনা সবসময় সাদা হবেই! ভেবে দেখেছেন কেন?

সভাস্থল ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে ক্ষুব্ধ অপরূপা বলেন, ‘আমি এখনও দলের সাংসদ৷ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং হরিপালের দাদা-বৌদির নির্দেশেই আমাকে মঞ্চে উঠতে দেওয়া হয়নি৷ যা হয়েছে, সবাই দেখেছেন৷’

এমনিতেই আরামবাগ লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনাই দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷ কারণ ২০২১-এর বিধানসভা নির্বাচনে আরামবাগ লোকসভারই অন্তর্গত খানাকুল, পুরশুড়ার মতো বিধানসভা কেন্দ্র দুটি দখল করেছিল বিজেপি৷ বুধবারের জনসভাতেও আরামবাগে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেন তৃণমূলনেত্রী৷ এরই মধ্যে অপরূপার ক্ষোভ শাসক দলের চিন্তা এবং অস্বস্তি বাড়িয়ে দিল৷

advertisement

যদিও দলের সাংসদের অভিযোগ মানতে না চেয়ে তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় বলেন, ‘সভার প্রোটোকল রয়েছে, সেই কারণেই মঞ্চে সবাইকে উঠতে দেওয়া সম্ভব হয়নি৷’

তবে অপরূপার ক্ষোভকে অস্ত্র করে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি৷ বিজেপি-র আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ বলেন, ‘তৃণমূলে এ ধরনের ঘটনা প্রায় ঘটে, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। তবে এতদিনের সাংসদ, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে চিৎকার চেঁচামেচি করতেন, তাঁকে মঞ্চে উঠতে না দেওয়ায় আমারো খারাপ লাগছে৷’

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Aparupa Poddar: টিকিট পাননি, মমতার সভার মঞ্চেও জায়গা হল না! ক্ষোভ উগরে দিলেন সাংসদ অপরূপা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল