General Knowledge: সাবান যে রংয়েরই হোক, ফেনা সবসময় সাদা হবেই! ভেবে দেখেছেন কেন?

Last Updated:
সাবান লাল, সবুজ, হলুদ অথবা যে রংয়েরই হোক না কেন, তার ফেনা সবসময় কেন সাদা রংয়ের হয়?
1/6
গায়ে মাখার সাবান হোক অথবা জামাকাপড় ধোয়ার, সব সাবানের ফেনাই কিন্তু সাদা রংয়ের হয়৷ তা সে সাবানের রং যাই হোক না কেন৷
গায়ে মাখার সাবান হোক অথবা জামাকাপড় ধোয়ার, সব সাবানের ফেনাই কিন্তু সাদা রংয়ের হয়৷ তা সে সাবানের রং যাই হোক না কেন৷
advertisement
2/6
কিন্তু কখনও ভেবে দেখেছেন, সাবান লাল, সবুজ, হলুদ অথবা যে রংয়েরই হোক না কেন, তার ফেনা সবসময় কেন সাদা রংয়ের হয়?
কিন্তু কখনও ভেবে দেখেছেন, সাবান লাল, সবুজ, হলুদ অথবা যে রংয়েরই হোক না কেন, তার ফেনা সবসময় কেন সাদা রংয়ের হয়?
advertisement
3/6
বিজ্ঞানেই ব্যাখ্যা রয়েছে, যে কোনও জিনিস যখন অন্য সব রংকে শুষে নেয় তখন সেটি কালো রংয়ের দেখায়৷
বিজ্ঞানেই ব্যাখ্যা রয়েছে, যে কোনও জিনিস যখন অন্য সব রংকে শুষে নেয় তখন সেটি কালো রংয়ের দেখায়৷
advertisement
4/6
কিন্তু সব রং যখন কোনও জিনিসে প্রতিফলিত হয়, তখন সেই জিনিসটি সাদা রংয়ের দেখতে লাগে৷
কিন্তু সব রং যখন কোনও জিনিসে প্রতিফলিত হয়, তখন সেই জিনিসটি সাদা রংয়ের দেখতে লাগে৷
advertisement
5/6
সাবানের ফেনার উপরে অন্য যে যে রং পড়ে, তা প্রতিফলিত হয়৷ সেই কারণেই সাবানের রং নির্বিশেষে তার ফেনা সাদা রংয়ের হয়৷
সাবানের ফেনার উপরে অন্য যে যে রং পড়ে, তা প্রতিফলিত হয়৷ সেই কারণেই সাবানের রং নির্বিশেষে তার ফেনা সাদা রংয়ের হয়৷
advertisement
6/6
সাবান জলের সঙ্গে মিশলে যেহেতু বুদবুদ তৈরি হয়, সেই কারণেই তার উপরে পড়ে সব রং প্রতিফলিত হয়৷
সাবান জলের সঙ্গে মিশলে যেহেতু বুদবুদ তৈরি হয়, সেই কারণেই তার উপরে পড়ে সব রং প্রতিফলিত হয়৷
advertisement
advertisement
advertisement