TRENDING:

বিজেপি এ বার সব নির্বাচনী রেকর্ড ভেঙে গুজরাতে জিতবে, বললেন অমিত শাহ

Last Updated:

আমরা নির্বাচনের মাধ্যমে আমাদের দলের আদর্শ ছড়িয়ে দিতে চাই, বললেন অমিত শাহ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: গুজরাতের নির্বাচন নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি৷ নিউজ ১৮-এর বিশেষ অনুষ্ঠান ‘গুজরাত অধিবেশন’-এ উপস্থিত হয়ে সে কথা প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তিনি Network18-এর এমডি ও গ্রুপ এডিটর-ইন-চিফ রাহুল জোশীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানালেন, গুজরাতের মানুষ সাধারণত দু’টি দলের সমীকরণেই ভোট দান করেন৷ এ বারেও তাই হবে৷
ফাইল ছবি
ফাইল ছবি
advertisement

প্রশ্নের জবাব দিতে গিয়ে অমিত শাহ বলেন, ‘‘আমরা এখনই নির্দিষ্ট কোনও আসনের সংখ্যা বলাটা ঠিক হবে না৷ এখনও তেমন সময় হয়নি৷ তবে দিপাবলীর পর থেকে আমি গুজরাতে বেশ কিছুটা সময় কাটিয়েছি৷ তার ভিত্তিতে নিশ্চিত করে বলতে পারি৷ কিন্তু আমি এ কথা বলছি, বিজেপি এই রাজ্যে নিজের সমস্ত নির্বাচনী রেকর্ড ভেঙে সর্বাধিক আসন ও সর্বাধিক ভোটপ্রাপ্ত হয়ে ক্ষমতায় আসবে৷’’ এর পরেই প্রশ্ন আসে, আপনি কী মনে করেন, মাধব সিং শোলাঙ্কির রেকর্ডও ভেঙে দেবে বিজেপি৷

advertisement

তার উত্তরে অমিত শাহ বলেন, ‘‘দেখুন আমরা অন্য কারওর রেকর্ড ভাঙার জন্য রাজনীতি করি না৷ রেকর্ডের রাজনীতি বিজেপি করে না৷ আমাদের কারওর সঙ্গে প্রতিযোগিতা নেই৷ যাঁরা বিজেপিকে ভোট দেবেন, তাঁরা যাতে ভোট দিতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করা আমাদের কার্যকর্তাদের কর্তব্য৷ আমরা নির্বাচনের মাধ্যমে আমাদের দলের আদর্শ ছড়িয়ে দিতে চাই৷ আর আমরা একটি শক্তিশালী সরকার তৈরি করে, একটি সুরক্ষিত, সুবিকাশিত, শিক্ষিত ও সংস্কৃতিবান গুজরাত তৈরি করতে চাই, যে কাজ আমরা করে আসছি দীর্ঘদিন ধরে৷’’

advertisement

আরও পড়ুন: অনুব্রতহীন বীরভূমে কীভাবে পঞ্চায়েত ভোট? কলকাতায় বৈঠকে বসছেন অভিষেক

আরও পড়ুন: 'বাংলা জানে কী করতে হয়', বিস্ফোরক অভিযোগ মমতার! কুৎসা রুখে দেওয়ার ডাক

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

এ বারে গুজরাতের বিধানসভা নির্বাচনের নির্দিষ্ট দিন রয়েছে দুটি৷ ডিসেম্বরের ১ তারিখে ও ৫ তারিখে গুজরাতে বিধানসভার নির্বাচন হবে৷ নির্বাচনের পরে ভোটগণনা হবে ৮ ডিসেম্বর৷ এ বারে বিজেপির প্রার্থী তালিকায় রয়েছে একাধিক চমক৷ বেশকয়েকজন হেভিওয়েট প্রাক্তন মন্ত্রী, বিধায়করা এ বার বিধানসভায় প্রার্থী হননি৷ বদলে নবীন প্রজন্মের বেশ কয়েকজন সুযোগ পেয়েছেন৷ উল্টোদিকে এ বারে গুজরাতে আপ-এরও আবির্ভাব হয়েছে৷ সব মিলিয়ে এখন ভোটের রাজনীতিতে উত্তপ্ত রয়েছে গুজরাত৷ সেই পরিস্থিতিতেও অমিত শাহের গলায় আত্মবিশ্বাস যথেষ্টই৷

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
বিজেপি এ বার সব নির্বাচনী রেকর্ড ভেঙে গুজরাতে জিতবে, বললেন অমিত শাহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল