TRENDING:

Lok Sabha elections 2024: লোকসভা নির্বাচনে প্রার্থী অখিলেশ, লড়বেন কনৌজ থেকে! শেষ মুহূর্তে চমক সপা-র

Last Updated:

সমাজবাদী পার্টির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আগামিকাল দুপুরেই মনোনয়নপত্র জমা দেবেন অখিলেশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লখনউ: এবারের লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন অখিলেশ যাদব৷ উত্তর প্রদেশের কনৌজ কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন তিনি৷ আজ, বুধবার সমাজবাদী পার্টির পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে৷
ভোটে লড়ছেন অখিলেশ৷ ছবি- পিটিআই
ভোটে লড়ছেন অখিলেশ৷ ছবি- পিটিআই
advertisement

পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০২৪

সমাজবাদী পার্টির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আগামিকাল দুপুরেই মনোনয়নপত্র জমা দেবেন অখিলেশ৷ এর আগে ওই কনৌজ কেন্দ্র থেকে তেজপ্রতাপ যাদবের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল সমাজবাদী পার্টি৷ বৃহস্পতিবারই তাঁর মনোনয়ন জমা দেওয়ার কথা ছিল৷ কিন্তু শেষ মুহূর্তে তেজপ্রতাপের বদলে ওই কেন্দ্র থেকে অখিলেশকে প্রার্থী করল সপা৷

advertisement

আরও পড়ুন: সংজ্ঞাহীন গড়কড়ি! সুস্থতা কামনা করে মমতার প্রশ্ন, ‘গরমে বাকি দফার ভোটে কী হবে?’

দলের কর্মীদের চাপেই তিনি কনৌজ থেকে প্রার্থী হচ্ছেন কি না প্রশ্ন করা হলে অখিলেশ বলেন, প্রশ্ন হল এই আসন থেকে ঐতিহাসিক জয় পাওয়া নিয়ে৷ কারণ এই নির্বাচনের পর বিজেপি-ই ইতিহাস হয়ে যাবে, কারণ মানুষ ইন্ডিয়া জোটের পক্ষেই রায় দেওয়ার সিদ্ধান্ত মনে মনে নিয়ে ফেলেছেন৷ মানুষ এনডিএ-এর বিরুদ্ধে ভোট দেবেন৷ পিছিয়ে পড়া, দলিত, সংখ্যালঘুরাই এবার এনডিএ-কে পরাজিত করবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

২০০০ সালে এই কনৌজ কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন অখিলেশ৷ পরবর্তী সময়ে ২০০৪, ২০০৯ সালেও ওই কেন্দ্র থেকেই জয়ী হন অখিলেশ৷ ২০১২ সালে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর কনৌজের সাংসদের পদ থেকে ইস্তফা দেন অখিলেশ৷ পরে উপনির্বাচনে ওই কেন্দ্র থেকে জয়ী হন অখিলেশের স্ত্রী ডিম্পল৷ কিন্তু ২০১৯ সালে বিজেপির সুব্রত পাঠকের কাছে পরাজিত হন তিনি৷ আগামী ১৩ মে কনৌজ কেন্দ্রে নির্বাচন৷

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha elections 2024: লোকসভা নির্বাচনে প্রার্থী অখিলেশ, লড়বেন কনৌজ থেকে! শেষ মুহূর্তে চমক সপা-র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল