Mamata Banerjee: সংজ্ঞাহীন গড়কড়ি! সুস্থতা কামনা করে মমতার প্রশ্ন, 'গরমে বাকি দফার ভোটে কী হবে?'
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
নিতিন গড়কড়ির এই অসুস্থতার খবর পাওয়ার পরই এক্স হ্যান্ডেল পোস্ট করে বিজেপির অন্যতম প্রবীণ নেতার সুস্থতা কামনা করেন মুখ্যমন্ত্রী৷
কলকাতা: নিতিন গড়কড়ির সংজ্ঞাহীন হওয়ার ঘটনাকে সামনে রেখে ফের একবার প্রবল গরমে সাত দফায় ভোট করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এখনই যদি গরমের এই দাপট হয়, তাহলে বাকি ছ দফার ভোট হতে হতে কী পরিস্থিতি হতে পারে, তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী৷
এ দিন মহারাষ্ট্রে ভোট প্রচারে গিয়ে অসুস্থ হয়ে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির অন্যতম শীর্ষ নেতা নিতিন গড়কড়ি৷ এ দিন মহারাষ্ট্রের যবতামলে একটি মঞ্চে বক্তব্য রাখার সময় আচমকাই সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি৷ সঙ্গে সঙ্গে মঞ্চে থাকা অন্যান্যরা নিতিন গড়কড়িকে ধরে সরিয়ে নিয়ে যান৷ প্রবল গরমেই সম্ভবত নিতিন গড়কড়ি অসুস্থ হয়ে পড়েছেন বলে মনে করা হচ্ছে৷ পরে অবশ্য প্রাথমিক শুশ্রূষায় সুস্থ হয়ে ওঠেন তিনি৷
advertisement
Pray for quick and complete recovery of senior Union Minister and BJP leader Nitin Gadkari @nitin_gadkari. Electioneering in the scorching heat of this cruel summer is indeed unbearable. Today is 24 April, and, can you imagine, our 7-phase elections will continue till 1st…
— Mamata Banerjee (@MamataOfficial) April 24, 2024
advertisement
advertisement
নিতিন গড়কড়ির এই অসুস্থতার খবর পাওয়ার পরই এক্স হ্যান্ডেল পোস্ট করে বিজেপির অন্যতম প্রবীণ নেতার সুস্থতা কামনা করেন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা নিতিন গড়কড়ির দ্রুত আরোগ্য কামনা করি৷ নিষ্ঠুর গ্রীষ্মের এই প্রবল দাবদাহের মধ্যে ভোট করানোটা অসহনীয়৷ আজকে সবে মাত্র ২৪ এপ্রিল, কিন্তু ভাবতে পারেন সাত দফায় ১ জুন পর্যন্ত ভোট শেষ হতে হতে কী অবস্থা হবে?’
advertisement
নিতিন গড়কড়ির অসুস্থ হয়ে পড়ার এই ঘটনার আগেই অবশ্য এ দিন আউশগ্রামের সভা থেকেও গরমে ভোট করার অসুবিধা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, শুধুমাত্র বিজেপির যাবতীয় কুৎসার জবাব দিতে এবং বিজেপিকে হারাতেই তিনি এই প্রবল গরমের মধ্যেও প্রতিদিন জেলায় জেলায় ঘুরে ঘুরে সভা করছেন তিনি৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 24, 2024 8:14 PM IST