TRENDING:

Abhieshek Banerjee: অভিষেকের কপ্টারে আয়কর তল্লাশি! হলদিয়ায় যাওয়ার আগের দিনই রেইড..বিস্ফোরক পোস্ট তৃণমূলনেতার

Last Updated:

কিন্তু, তল্লাশি করে কিছু পাওয়া যায়নি বলেই জানিয়েছেন অভিষেক৷ এখানেই শেষ নয়, এরপর দীর্ঘক্ষণ সেই কপ্টারের পরীক্ষামূলক উড়ান আটকে রাখা হয় বলেও অভিযোগ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আয়কর হানার অভিযোগ৷ আয়কর হানার কথা নিজেই সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে জানিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড৷ তৃণমূল সূত্রের খবর, বেহালা ফ্লাইং ক্লাবে এদিন ন্যাশনাল জেনারেল সেক্রেটারির কপ্টার, যাতে করে আগামী সোমবার হলদিয়া যাওয়ার কথা অভিষেকের, সেই কপ্টারে তল্লাশি চালায় আয়কর দফতরের আধিকারিকদের একটি দল৷
advertisement

এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিষেক লেখেন, ‘এনআইএ-র ডিজি এবং এসপিকে সরানোর বদলে নির্বাচন কমিশন এবং বিজেপি আজ তাদের ধামাধারী আয়কর দফতরের আধিকারিকদের পাঠিয়েছিল আমার হেলিকপ্টারে তল্লাশি চালাতে। যদিও তাতে কোনও লাভ হয়নি। কারণ কিছুই পাওয়া যায়নি’।

advertisement

আরও পড়ুন: আরও ৫ বছর বিনামূল্যে রেশন, ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা! ইস্তেহারে একের পর এক ‘গ্যারান্টি’ মোদির

তৃণমূল সূত্রের খবর, আয়কর দফতরের আধিকারিকেরা ওই কপ্টারে তল্লাশি অভিযান চালানোর সময় অভিষেকের নিরাপত্তারক্ষীদের ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয়। ওই কপ্টারের প্রতিটা কোণায় তল্লাশি চালান আয়কর আধিকারিকেরা৷ প্রত্যেকটা ব্যাগে তল্লাশি চালানো হয়৷

advertisement

কিন্তু, তল্লাশি করে কিছু পাওয়া যায়নি বলেই জানিয়েছেন অভিষেক৷ এখানেই শেষ নয়, এরপর দীর্ঘক্ষণ সেই কপ্টারের পরীক্ষামূলক উড়ান আটকে রাখা হয় বলেও অভিযোগ৷

আরও পড়ুন:‘এক দেশ এক নির্বাচন’ থেকে শুরু করে ‘অভিন্ন দেওয়ানি বিধি’, ভোটের ইস্তেহারে আর কোন কোন প্রতিশ্রুতি দিল বিজেপি?

এমনকি, যখন এই গোটা বিষয়টির কার্যকারণ সম্পর্কে আয়কর আধিকারিকদের কাছে জানতে চান অভিষেকের নিরাপত্তা কর্মীরা, তখন দু’পক্ষের বচসা বাঁধে৷ বচসা চলাকালীন অভিষেকের কপ্টারটিকে বেআইনি ভাবে আটকে রাখার হুমকিও নাকি দেন আয়কর দফতরের আধিকারিকেরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

তৃণমূলকে আটকাতেই বিজেপি এভাবে ক্ষমতার ‘অপব্যবহার’ করছে বলে দাবি তৃণমূলের৷

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Abhieshek Banerjee: অভিষেকের কপ্টারে আয়কর তল্লাশি! হলদিয়ায় যাওয়ার আগের দিনই রেইড..বিস্ফোরক পোস্ট তৃণমূলনেতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল