TRENDING:

Lok Sabha Election Results 2024: বারাণসী, রায়বরেলি থেকে বাংলার কৃষ্ণনগর- মঙ্গলবার এই এক ডজন কেন্দ্রে নজর থাকবে গোটা দেশের

Last Updated:

Lok Sabha Election Results 2024 : নিউজ ১৮-এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, বিজেপি একাই ৩০৫ থেকে ৩১৫টি আসন দখল করতে পারে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রায় দু মাস ধরে সাত দফায় চলেছে দেশের ৫৪২টি কেন্দ্রে ভোটগ্রহণ৷ আগামিকাল, মঙ্গলবার অপেক্ষার অবসান৷ দিল্লির মসনদে পরিবর্তন হবে নাকি তৃতীয় বার মোদি সরকারের প্রত্যাবর্তন সময়ের অপেক্ষা, তা জানতে আর কয়েক ঘণ্টার অপেক্ষা৷
advertisement

পশ্চিমবঙ্গ নির্বাচন ফলাফল ২০২৪ , লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

নির্বাচন রেজাল্ট ২০২৪ , লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

নিউজ ১৮-এর বুথ ফেরত সমীক্ষাতে অবশ্য আগেই জানানো হয়েছে, তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফিরছে নরেন্দ্র মোদি সরকার৷ নিউজ ১৮-এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, বিজেপি একাই ৩০৫ থেকে ৩১৫টি আসন দখল করতে পারে৷ অন্যদিকে কংগ্রেস পেতে পারে ৬২ থেকে ৭২টি আসন৷ অন্যদিকে এনডিএ জোটের দখলে সবমিলিয়ে ৩৫৫ থেকে ৩৭০টি আসন আসতে পারে বলেও এই বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে৷ সেখানে ইন্ডিয়া জোটকে ১২৫থেকে ১৪০টি আসনেই সন্তুষ্ঠ থাকতে হতে পারে৷

advertisement

এবার দেখে নেওয়া যাক দেশ জুড়ে মঙ্গলবার সকাল থেকে কোন আসনগুলির দিকে নজর থাকবে আমজনতা থেকে শুরু করে রাজনৈতিক নেতা, বিশ্লেষকদের৷

বারাণসী

এই তালিকায় প্রথমেই আসবে উত্তর প্রদেশের বারাণসীর নাম৷ কারণ ওই কেন্দ্রের বিজেপি প্রার্থীর নাম নরেন্দ্র মোদি৷ এই কেন্দ্রে মোদির বিপক্ষে রয়েছেন মোট ছ জন প্রার্থী৷ যদিও এই কেন্দ্রে মোদি কত ব্যবধানে জিতবেন, সেটাই এখন চর্চার বিষয়৷ এবারেও জিতলে বারাণসী থেকে জয়ের হ্যাটট্রিক করবেন প্রধানমন্ত্রী৷

advertisement

রায়বরেলি এবং ওয়ানাডে রাহুলের পরীক্ষা

বারাণসীর পরেই গোটা দেশের নজর সম্ভবত থাকবে উত্তর প্রদেশের রায়বরেলি এবং কেরলের ওয়ানাডের দিকে৷ কারণ এই দুই কেন্দ্রেই কংগ্রেস প্রার্থীর নাম রাহুল গান্ধি৷ ২০১৯-এ অমেঠীতে হারলেও রাহুলের মান রক্ষা করেছিল ওয়ানাড৷ এবারেও সেখানে প্রার্থী তিনি৷ অন্যদিকে মা সনিয়া গান্ধি অসুস্থতার কারণে প্রার্থী না হওয়া এবারে রায়বরেলিতে গান্ধিদের সম্মান রক্ষার ভার রাহুলের কাঁধে৷ ওয়ানাডে রাহুলের লড়াই বিজেপির কেরলের রাজ্য সভাপতি কে সুরেন্দ্রন এবং সিপিআই প্রার্থী অ্যানি রাজার বিরুদ্ধে৷ আবার রায়বরেলিতে রাহুলের প্রধান প্রতিপক্ষ বিজেপির দীনেশ প্রতাপ সিং৷

advertisement

গান্ধিনগর

গুজরাতের গান্ধিনগর কেন্দ্র থেকে ২০১৯ সালে সাড়ে পাঁচ লক্ষ ভোটে জয়ী হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এবারও এই কেন্দ্র থেকে প্রার্থী তিনি৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জয়ের ব্যবধান বাড়ে নাকি কংগ্রেসের সোনাল পটেল তাঁর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেন, সেটাই দেখার৷

উত্তর প্রদেশের কনৌজে অখিলেশের পরীক্ষা

প্রথমে লোকসভা ভোটে লড়বেন না বলে সিদ্ধান্ত নিলেও শেষ মুহূর্তে উত্তর প্রদেশের কনৌজ থেকে প্রার্থী হন সমাজবাদী পার্টির প্রধান এবং উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব৷ এই কেন্দ্রে তাঁর লড়াই বর্তমান সাংসদ বিজেপির সুব্রত পাঠকের বিরুদ্ধে৷ কনৌজ কেন্দ্রটি বরাবরই সমাজবাদী পার্টির গড় বলে পরিচিত ছিল৷ অখিলেশের বাবা মুলায়ম সিং যাদবও দীর্ঘদিন এই কেন্দ্রেরই সাংসদ ছিলেন৷ ২০১৯-এ কনৌজ থেকে জিততে ব্যর্থ হন অখিলেশের স্ত্রী ডিম্পল যাদব৷

advertisement

আরও পড়ুন: মঙ্গলবার হিসেব উল্টে যাবে, অপেক্ষা করতে বললেন আত্মবিশ্বাসী সনিয়া

অমেঠিতে স্মৃতি ইরানির পরীক্ষা

২০১৯-এ উত্তর প্রদেশের অমেঠিতে রাহুল গান্ধিকে হারিয়ে পরাজিত করে চমকে দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি৷ এবার সেই অমেঠিতেই তাঁর প্রতিপক্ষ কংগ্রেসের কে এল শর্মা৷ কে এল শর্মা গান্ধি পরিবারের ঘনিষ্ঠ বলেই কংগ্রেসের অন্দরমহলে পরিচিত৷ স্মৃতি ইরানির বিরুদ্ধে তিনি কতটা প্রতিরোধ গড়ে তোলেন, অমেঠিতে সেটাই দেখার৷

তিরুঅনন্তপুরমে শশী থারুর বনাম রাজীব চন্দ্রশেখরের লড়াই

কেরলের তিরুঅনন্তপুরম কেন্দ্রে এবার হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াই৷ এই কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী বর্তমান সাংসদ শশী থারুর৷ তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছিল কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরকে৷ অন্যদিকে এই কেন্দ্র থেকে আবার পন্নিয়ান রবীন্দ্রনকে প্রার্থী করেছে সিপিআই৷

নাগপুরে নীতীন গড়কড়ির ভাগ্য নির্ধারণ

আর এক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির অন্যতম শীর্ষ নেতা নীতীন গড়কড়ি এবারেও মহারাষ্ট্রের নাগপুর থেকেই প্রার্থী হয়েছেন৷ ২০১৪ এবং ২০১৯-এই কেন্দ্র থেকেই বিপুল ব্যবধানে জয়ী হন তিনি৷

হিমাচলের মান্ডিতে কঙ্গনা রানাওয়াতের পরীক্ষা

হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্র থেকে এবার বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে প্রার্থী করে চমক দিয়েছিল বিজেপি৷ এই কেন্দ্রটি বরাবরই কংগ্রেসের শক্ত ঘাঁটি৷ কঙ্গনা এবার এই কেন্দ্রটি কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিতে পারেন কি না, সেটাই দেখার৷

হায়দ্রাবাদ

নিজের গড় হায়দ্রাবাদ কেন্দ্র থেকে এবারও প্রার্থী হয়েছেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি৷ এই কেন্দ্র থেকে তাঁর মূল প্রতিপক্ষ বিজেপির মাধবী লতা৷ নিউজ ১৮-এর বুথ ফেরত সমীক্ষায় এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ হাসি ওয়াইসি হাসবেন বলেই ইঙ্গিত দেওয়া হয়েছে৷

কৃষ্ণনগর থেকে মহুয়া মৈত্রের সংসদে ফেরার লড়াই

মেয়াদ শেষ হওয়ার আগেই সংসদ থেকে বহিষ্কৃত হতে হয়েছিল৷ কৃষ্ণনগর কেন্দ্র থেকে মহুয়া মৈত্র এবারেও জিতবেন কি না, তা নিয়ে তুমুল আগ্রহ রয়েছে রাজনৈতিক মহলে৷ কারণ এই কেন্দ্রে মহুয়ার বিরুদ্ধে কৃষ্ণনগরের রাজ পরিবারের সদস্য রানি মা হিসেবে খ্যাত অমৃতা রায়কে প্রার্থী করেছে বিজেপি৷

উত্তর পূর্ব দিল্লিতে কানহাইয়া- মনোজের লড়াই

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

উত্তর-পূর্ব দিল্লি কেন্দ্রে এবার কংগ্রেসের কানহাইয়া কুমার এবং বিজেপির মনোজ তিওয়ারির মধ্যে জোর লড়াই৷ মনোজ তিওয়ারি ওই কেন্দ্রেরই বর্তমান সাংসদ৷ দুই প্রার্থীই আদতে বিহারের হলেও রাজধানীর বুকে তাঁদের ভাগ্য পরীক্ষা৷

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha Election Results 2024: বারাণসী, রায়বরেলি থেকে বাংলার কৃষ্ণনগর- মঙ্গলবার এই এক ডজন কেন্দ্রে নজর থাকবে গোটা দেশের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল