রাজ্য সরকারের উদ্যোগে চালু হওয়া এই অভিনব প্রকল্পের মাধ্যমে জেনারেল, ওবিসি ও সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা নিট ও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে কোচিং।সম্প্রতি জলপাইগুড়ির আনন্দ মডেল হাইস্কুলে এই কোচিং সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সদরের বিডিও মিহির কর্মকার ও জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। সদর ব্লক ও জলপাইগুড়ি পুরসভা মিলিয়ে ৪০ জন ছাত্রছাত্রী নিয়ে এই শিক্ষামূলক যাত্রা শুরু হয়েছে।
advertisement
আরও পড়ুন: রেলস্টেশনের মাইক বন্ধ করতে ভুলে গেলেন মহিলা কর্মী! তারপর যা শোনা গেল…হাসতে হাসতে পেটে খিল সকলের
এখানে কোচিং নিতে গেলে ছাত্র-ছাত্রীদের প্রয়োজন উচ্চমাধ্যমিকে মাত্র ৬০ থেকে ৬৫ শতাংশ নম্বর। উপরন্তু মেধাবী প্রতিটি ছাত্র-ছাত্রী পড়াশোনা করার জন্য প্রতি মাস শেষে পেয়ে যাবে ৩০০ টাকা। সবচেয়ে চমকপ্রদ বিষয়, এই কোচিং সেন্টারে খোদ বিডিও মিহির বাবুই পড়াবেন! শুধুই প্রশাসক নন, শিক্ষক হিসেবেও তিনি এই শিক্ষাপথের সহযাত্রী হতে চলেছেন।
এই উদ্যোগে শুধু সরকারি পরিকাঠামো নয়, প্রশাসনের ব্যক্তিগত অংশগ্রহণ ছুঁয়ে গেল অভিভাবকদের মন। অর্থের অভাবে অনেক মেধা ঝরে পড়ে। ‘যোগ্যশ্রী’ সেই পথ আটকাতে চায়। প্রতিটি ছাত্র-ছাত্রীর মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনাকে সামনে আনতেই এই প্রচেষ্টা।
সুরজিৎ দে