Indian Railways: রেলস্টেশনের মাইক বন্ধ করতে ভুলে গেলেন মহিলা কর্মী! তারপর যা শোনা গেল...হাসতে হাসতে পেটে খিল সকলের

Last Updated:
Train Viral News: সম্প্রতি স্টেশনের মাইক্রোফোনকে কেন্দ্র করেই ঘটল বিপত্তি। লখনউয়ের একটি স্টেশনে ঘোষণার পর মাইক্রোফোন বন্ধ করতে ভুলে যান মহিলা কর্মী।
1/7
যেকোনও রেলস্টেশনে গেলেই শোনা যাবে মাইক্রোফোনে ভেসে আসছে কারও গলা। ট্রেনের সময়, কোন দিক থেকে আসছে, এছাড়াও শুরু আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘোষণা শোনা যায় ট্রেনের মাইক থেকে।
যেকোনও রেলস্টেশনে গেলেই শোনা যাবে মাইক্রোফোনে ভেসে আসছে কারও গলা। ট্রেনের সময়, কোন দিক থেকে আসছে, এছাড়াও শুরু আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘোষণা শোনা যায় ট্রেনের মাইক থেকে।   Image AI
advertisement
2/7
সম্প্রতি এই মাইক্রোফোনকে কেন্দ্র করে একটি করেই ঘটল বিপত্তি। লখনউয়ের একটি স্টেশনে ঘোষণার পর মাইক্রোফোন বন্ধ করতে ভুলে যান মহিলা কর্মী। সেখান থেকেই বাধে বিপত্তি। মহিলাকর্মীর কাণ্ডে হেসে খুন নেটনাগরিকরা
সম্প্রতি এই মাইক্রোফোনকে কেন্দ্র করেই ঘটল বিপত্তি। লখনউয়ের একটি স্টেশনে ঘোষণার পর মাইক্রোফোন বন্ধ করতে ভুলে যান মহিলা কর্মী। সেখান থেকেই বাধে বিপত্তি। মহিলাকর্মীর কাণ্ডে হেসে খুন নেটনাগরিকরা।
advertisement
3/7
ট্রেনের আসা যাওয়ার প্ল্যাটফর্ম, ট্রেনের আসার সময়, যাত্রীদের সতর্ক থাকা উচিত এবং তাদের ব্যাগ এবং পার্সের যত্ন নেওয়া উচিত এমন বিভিন্ন ধরণের ঘোষণা করেন রেলওয়ের ঘোষক।
ট্রেনের আসা যাওয়ার প্ল্যাটফর্ম, ট্রেনের আসার সময়, যাত্রীদের সতর্ক থাকা উচিত এবং তাদের ব্যাগ এবং পার্সের যত্ন নেওয়া উচিত এমন বিভিন্ন ধরণের ঘোষণা করেন রেলওয়ের ঘোষক।
advertisement
4/7
লখনউয়ের চারবাগ স্টেশনে একই ভাবে ‘যাত্রীগণ কৃপায়া ধ‍্যান দে’ বলে স্বাভাবিকভাবেই রেলের বার্তা বলেন ওই মহিলা কর্মী। কিন্তু তারপরেই তিনি মাইক বন্ধ করতে ভুলে যান।
লখনউয়ের চারবাগ স্টেশনে একই ভাবে ‘যাত্রীগণ কৃপায়া ধ‍্যান দে’ বলে স্বাভাবিকভাবেই রেলের বার্তা বলেন ওই মহিলা কর্মী। কিন্তু তারপরেই তিনি মাইক বন্ধ করতে ভুলে যান।
advertisement
5/7
এরপরেই তাঁকে বলতে শোনা যায়, ‘লোকগুলোকে দেখ, কেমন বেহায়াদের মতো মহিলাদেরকে দেখছে’। কথা শুনে বোঝা যায় তিনি তাঁর বন্ধুস্থানীয়া কাউকেই বলছিলেন ওই কথা।
এরপরেই তাঁকে বলতে শোনা যায়, ‘লোকগুলোকে দেখ, কেমন বেহায়াদের মতো মহিলাদেরকে দেখছে’। কথা শুনে বোঝা যায় তিনি তাঁর বন্ধুস্থানীয়া কাউকেই বলছিলেন ওই কথা।
advertisement
6/7
তবে মাইক তখনও চালু থাকায় ট্রেনের মাইকেই শোনা যায় এই কথা। তারপরেই স্টেশন জুড়ে হাসির রোল। স্টেশনের ওই ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায় সোশ‍্যাল মিডিয়ায়।
তবে মাইক তখনও চালু থাকায় ট্রেনের মাইকেই শোনা যায় এই কথা। তারপরেই স্টেশন জুড়ে হাসির রোল। স্টেশনের ওই ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায় সোশ‍্যাল মিডিয়ায়।
advertisement
7/7
প্রায় ৩১ সেকেন্ডের এই ভিডিওতে ব্যবহারকারীরা প্রচুর মন্তব্য করেছেন। শুধু তাই নয়, ১ লাখ ৭৪ হাজারেরও বেশি বার এটি দেখা হয়েছে।
প্রায় ৩১ সেকেন্ডের এই ভিডিওতে ব্যবহারকারীরা প্রচুর মন্তব্য করেছেন। শুধু তাই নয়, ১ লাখ ৭৪ হাজারেরও বেশি বার এটি দেখা হয়েছে।
advertisement
advertisement
advertisement