উল্লেখ্য, ৩১ জানুয়ারি স্কুল খোলার নির্দেশিকা (West Bengal School Reopening Notice) জারি করে মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education)। সেখানে স্পষ্টভাবে জানান হয়, আগেরবার যেভাবে স্কুলের ক্লাস নেওয়া হত ভাগ ভাগ করে, আলাদা আলাদা সময়ে। তেমনভাবে এ বারে আর ক্লাস নিতে হবে না। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস হবে একই সময়ে। ক্লাস শুরুর আধ ঘন্টা আগে ছাত্র-ছাত্রীদের স্কুলে পৌঁছে যেতে হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রাক্টিক্যাল ক্লাসও শুরু করতে হবে ৩ ফেব্রুয়ারি থেকে।
advertisement
আরও পড়ুন: আজ তৃণমূলের সাংগঠনিক নির্বাচন, জাতীয় রাজনীতির লক্ষ্যে সাজছে সংগঠন
যদিও শহরের বহু বেসরকারি স্কুল চাইছে অফলাইনের পাশাপাশি অনলাইনেও ক্লাস হোক। তারা অষ্টম থেকে দ্বাদশের সব পড়ুয়াকে একসঙ্গে স্কুলে আনার ঝুঁকি নিতে নারাজ। তাই অফলাইন ক্লাসের পাশাপাশি চলবে অনলাইন ক্লাসও। কর্তৃপক্ষের দাবি, অষ্টম শ্রেণির বেশির ভাগই যেহেতু করোনা টিকার প্রথম ডোজ় এখনও পায়নি, তাই স্কুলে গেলে সংক্রামিত হওয়ার ভয় থেকেই যাচ্ছে। তাই আপাতত ভাগ ভাগ করেই পড়ুয়ারা আসুক। তবে অধিকাংশ স্কুলই জানিয়েছে, পরীক্ষা দিতে হবে অফলাইনে।