নয়া এই নীতিতে প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল শিক্ষা, উচ্চশিক্ষায় একাধিক পরিবর্তন হবে। শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, স্কুলস্তরের শিক্ষা ব্যবস্থায় প্রথম দু’বছর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়ার জোর দেওয়া হয়েছে নয়া এই শিক্ষা নীতিতে। ত্রি-ভাষা নীতি অর্থাৎ তিনটি ভাষা অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ানোর সিদ্ধান্ত কার্যকর করছে রাজ্য। ইতিমধ্যেই স্কুল শিক্ষা দফতরের তরফে ওয়েবসাইটে আপলোড করা হয়েছে রাজ্যের নয়া শিক্ষা নীতি।
advertisement
আরও পড়ুনঃ ফের ঘূর্ণাবর্তের কালো মেঘ! বুধবার আবহাওয়ায় বিরাট বদল, জেলায় জেলায় ঝড়বৃষ্টির তাণ্ডব
মাতৃভাষা পড়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথম শ্রেণি থেকেই বাংলা ভাষা সম্পর্কে পড়ুয়াদের ধারণা তৈরি করতে হবে, শিক্ষা নীতিতে রাজ্যের অবস্থান স্পষ্ট। নয়া এই নীতিতে শিক্ষক-শিক্ষিকাদের কর্মজীবনের পাঁচ বছর অন্তত গ্রামাঞ্চলে শিক্ষকতা করতে হবে। শিক্ষক-শিক্ষিকাদের জন্য আসছে নয়া ‘প্রমোশন নীতি’।
নয়া শিক্ষানীতিতে উচ্চমাধ্যমিকের এমসিকিউ (MCQ) টাইপ প্রশ্ন থেকে সেমিস্টার পদ্ধতি সহ একাধিক বদল আসবে। রাজ্যের শিক্ষা নীতিতে বলা হয়েছে অষ্টম শ্রেণি থেকে উচ্চতর ক্লাসে সেমিস্টার পদ্ধতি চালু হবে।আগামী তিন বছরের মধ্যেই ধাপে ধাপে এই সেমিস্টার সিস্টেম কার্যকর করার কথা শিক্ষা নীতিতে উল্লেখ রয়েছে। নয়া শিক্ষানীতি ২০৩৫ সালের মধ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে উন্নততর জায়গায় নিয়ে যাবে বলে মত দফতরের আধিকারিকদের।
Somraj Bandopadhyay
