Check : পশ্চিমবঙ্গ এইচএস ক্লাস 12 তম ফলাফল 2023
Check : পশ্চিমবঙ্গ এইচএস ফলাফল 2023
ওই দিনই ছাত্রছাত্রীরা মার্কশিট ও সার্টিফিকেট স্কুল থেকে পেয়ে যাবেন। এমনটাই মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে। প্রত্যেক বারের মতো এবারেও প্রথম দশে থাকা পরীক্ষার্থীদের মেধা তালিকা ঘোষণা করা হবে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে। গ্রেড দেওয়ার পাশাপাশি পর্ষদের পক্ষ থেকে বিষয়ভিত্তিক নম্বরের পার্সেন্টেজও দেওয়া হবে। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রসঙ্গত এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সাড়ে ছয় লক্ষের ও বেশি পরীক্ষার্থী।
advertisement
Check : পশ্চিমবঙ্গ মাধ্যমিক ক্লাস 10 তম ফলাফল 2023 লাইভ আপডেট
ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত হয় এবারের মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষাকে মাথায় রেখে এবার একাধিক নিরাপত্তা নিয়েছিল পর্ষদ।
Check: পশ্চিমবঙ্গ মাধ্যমিক 10 তম ফলাফল 2023
পরীক্ষা কেন্দ্রের ন্যূনতম তিনটি সিসিটিভি বসানোর পাশাপাশি এবার পরীক্ষার জন্য বিশেষ অ্যাপ চালু করেছিল পর্ষদ। প্রত্যেক দিন পরীক্ষার জন্য প্রতি মুহূর্তের আপডেট ওই অ্যাপের মাধ্যমে পেয়েছে পর্ষদ। এর জন্য প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের প্রশিক্ষণও দিয়েছিল পর্ষদ। পাশাপাশি এবার মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কলকাতার পাশাপাশি একাধিক জেলার পরীক্ষা কেন্দ্র পরিদর্শনও করেছিলেন পর্ষদ সভাপতি।
প্রসঙ্গত এবারের মাধ্যমিকের ফল প্রকাশের দিন আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার কবে হবে সে সম্পর্কে জানানো হতে পারে। রিভিউ এবং স্ক্রুটিনির সুযোগ কবে থেকে দেওয়া হবে, সে সম্পর্কেও বিশদ তথ্য দেওয়া হবে পর্ষদের পক্ষ থেকে। পর্ষদ সূত্রে খবর, এবার রিভিউ ও স্কুটিনির ফলাফল গতবারে তুলনায় আরও কম দিনে প্রকাশ করতে চায় পর্ষদ।
মেধাতারিকা ঘোষণা করার সঙ্গে সঙ্গে এটাই দেখার এবারও কি কলকাতাকে টেক্কা দেবে জেলা? গতবারের ফলাফলে জেলা টেক্কা দিয়েছিল কলকাতাকে। পাশাপাশি সর্বোচ্চ নম্বর এবার গতবারের নম্বরকেও ছাপিয়ে যায় কি না, সেটাও এখন দেখার।