নার্সিংয়ে পিএইচডি করেছেন এমন ব্যক্তিরা ৬৯ বছরের মধ্যে বয়স হলে উল্লিখিত পদে কাজের সুযোগ পাবেন। অধ্যক্ষ পদের ক্ষেত্রে ১২ বছর এবং ভাইস-প্রিন্সিপাল পদের ক্ষেত্রে ১০ বছরের অধ্যাপনার অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রতি মাসে অধ্যক্ষ পাবেন ৮৯,৭৮০ টাকা এবং উপাধ্যক্ষ পাবেন ৮৪,৪২০ টাকা। পারিশ্রমিক হিসাবে এই বরাদ্দ করা হয়েছে। ১০ সেপ্টেম্বর ইন্টারভিউ হবে।
advertisement
রাজ্য বিমা নিগমের ওয়েবসাইটে (mckolkata.esic.gov.in) এই বিষয়ে বিস্তারিত তথ্য রয়েছে। ১০ সেপ্টেম্বর জোকার ইএসআইসি মেডিক্যাল কলেজ বিল্ডিংয়ে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের প্রমাণপত্র, নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন এবং কর্মজীবনের শংসাপত্রের মত আরও গুরুত্বপূর্ণ নথি সঙ্গে নিয়ে আসতে হবে।
মোট এক বছরের চুক্তিতে নিযুক্তরা কাজ করতে পারবেন। তবে, অধ্যক্ষ এবং উপাধ্যক্ষকে অধ্যাপনাও করতে হবে। এই পদে আবেদনের জন্য বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে। এই ওয়েবসাইটে আরও অন্যান্য তথ্য দেওয়া রয়েছে। ১০ সেপ্টেম্বর সকাল ১১’টা থেকে ইন্টারভিউ শুরু হবে। সেখান থেকেই প্রার্থী বাছাইয়ের কাজ চলবে, পরে নাম ঘোষণা করা হবে। যোগ্য প্রার্থীরা নিয়ম মেনে ওইদিন উপস্থিত থাকতে পারবেন।