Primary Teacher Job Interview: তৃতীয় দফার ইন্টারভিউ কোন জেলায় কখন, জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Debalina Datta
Last Updated:
১৩,৪২১ শূন্য পদের নিয়োগ প্রক্রিয়া চলছে। তৃতীয় পর্যায় তিনটি জেলার প্রার্থীদের ইন্টারভিউর দিন ঘোষণা করা হয়েছে।
advertisement
1/5

প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য তৃতীয় দফার ইন্টারভিউ কবে, ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১৩,৪২১ শূন্য পদের নিয়োগ প্রক্রিয়া চলছে। তৃতীয় পর্যায় তিনটি জেলার প্রার্থীদের ইন্টারভিউর দিন ঘোষণা করা হয়েছে। Photo- Representative
advertisement
2/5
জানা য়েছে, ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ইন্টারভিউ। ৯ ও ১০ তারিখ হাওড়া জেলা, ১১ ও ১৩ উত্তর দিনাজপুর ও শিলিগুড়ি। ইন্টারভিউ প্রক্রিয়া হবে কেন্দ্রীয় ভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের বিধাননগরের কার্যালয়ে।
advertisement
3/5
বাংলা মাধ্যম স্কুলের জন্য দ্বিতীয় পর্যায়ের ইন্টারভিউ হয়েছে ২৭, ২৮, ২৯ এবং ৩০ জানুয়ারি। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রধান কার্যালয় আচার্য প্রফুল্ল ভবনে। ২৭ ও ২৮ জানুয়ারি কলকাতার চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ আয়োজিত হয়েছে। ২৯ ও ৩০ জানুয়ারি হবে জলপাইগুড়ি জেলার চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ চলছে।
advertisement
4/5
গত ডিসেম্বরে ইংরেজি মাধ্যমের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, “ইংরেজি মাধ্যমের ২৫৪ জন প্রার্থীর ইন্টারভিউ হয়েছে। দ্বিতীয় পর্যায় ইন্টারভিউয়ে ডাক পেয়েছেন প্রায় ২০০০ প্রার্থী। তৃতীয় পর্যায়ে প্রায় ২৫০০ হাজার প্রার্থীকে ডাকা হবে।”
advertisement
5/5
একই সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে, যে সব স্কুলে প্রাথমিক ও মাধ্যমিকের পঠনপাঠন একত্রে হয়ে থাকে সেখানে মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র তৈরি হলে, সাময়িক ভাবে বন্ধ রাখা হবে প্রাথমিকের ক্লাস। যে সব মাধ্যমিক স্কুলে প্রাথমিকের পঞ্চম শ্রেণির ক্লাস হয়, এবং মাধ্যমিকের সিট পড়েছে সেখানেও পঞ্চম শ্রেণির ক্লাস বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। Input- Somraj Banerjee