আরও পড়ুনঃ কবে থেকে করা যাবে উচ্চ মাধ্যমিকের স্ক্রুটিনি? কবেই বা শেষ তারিখ? জানাল পর্ষদ
এবার চলতি বছরে ষষ্ঠ স্থান অধিকার করেছেন সৌমিলি মণ্ডল। নদিয়ার চাকদহ বসন্তকুমারী বালিকা বিদ্যালয়ের ছাত্রী। কলা বিভাগের সৌমিলির প্রাপ্ত নম্বর ৪৯১। সৌমিলি পরবর্তীতে রাষ্ট্রবিজ্ঞান অথবা অর্থনীতি নিয়ে পড়ে অধ্যাপিকা হতে চান। সৌমিলির কথায়, ‘পরীক্ষা ভাল হয়েছিল কিন্তু মেধা তালিকায় স্থান পাব ভাবিনি। তবে, অনেকদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলাম। বাবা-মা, দাদা, স্কুলের শিক্ষক-শিক্ষিকারা সাহায্য করেছে খুব।’
advertisement
আরও পড়ুনঃ মাধ্যমিক না দিয়েই উচ্চ মাধ্যমিক, কোভিড কাটিয়ে জীবনের বড় পরীক্ষায় ২০২৩-এর পড়ুয়ারা
চলতি বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ ৫২ হাজার। চলতি বছরে পাশের হার যা গতবারের তুলনায় এক লক্ষ ৭ হাজার বেশি। গতবছর সার্বিক পাসের হার রেকর্ড করা হয়েছে ৮৮.৪৪ শতাংশ। বুধবার বেলা ১২ টায় সাংবাদিক বৈঠকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য রেজাল্ট ঘোষণা করেন। ৩১ এ মে থেকে ১৫ ই জুন পর্যন্ত রিভিউ ও স্ক্রুটিনির জন্য আবেদন করা যাবে অনলাইনে।
আগামী বছর ১৬ ফেব্রুয়ারি শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ২৯ ফেব্রুয়ারি ২০২৪। পাশাপাশি, জানিয়ে দেওয়া হল পরীক্ষা শুরু হবে দুপুর ১২’টা থেকে এবং শেষ হবে বেলা ৩.১৫ মিনিটে।