মাধ্যমিকের ফলাফলে কলকাতার ভরাডুবি হয়েছিল৷ মেধাতালিকায় নাম ছিল না কোনও ছাত্রছাত্রীর৷ তবে, সেই ক্ষরা কাটল উচ্চমাধ্যমিকে৷ পাসের হারের নিরিখে কলকাতা ১০ নম্বরে৷ পাসের হারে সেরার স্থানে পূর্ব মেদিনীপুর৷
৫৭ দিনের মাথায় ২০২৩ সালের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হল। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষ ৫২হাজার, যা গতবারে তুলনায় এক লক্ষ ৭ হাজার বেশি৷ ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা ২০২১ সালে মাধ্যমিক দেইনি, তাই এবার তাদের কাছে বড়ো পরীক্ষা৷ মোট ৬০ টি বিষয়ের ওপর পরীক্ষা হয়েছে৷ এবারেও ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি৷ এবার পরীক্ষার মোট আবেদন করেছিলেন ৮৫২৪৪৪, মোট দিয়েছে ৮২৪৮৯১,পাস করেছে ৭৩৭৮০৭ জন
advertisement
আরও পড়ুন: এক ক্লিকে এখানেই দেখে নিন উচ্চ মাধ্যমিকের ফল, প্রথম হয়েছে শুভ্রাংশু সরকার
সবার আগে সহজেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কীভাবে দেখবেন?
— প্রথমে গুগলে গিয়ে টাইপ করুন www.news18bangla.com
— উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানার নির্দিষ্ট জায়গায় নিজের রোল নম্বর উল্লেখ করুন
— এর পর চেক রেজাল্টে ক্লিক করলেই এক মুহূর্তে জানতে পারবেন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট