১ লক্ষ ২৭ হাজার ছাত্রী বেশি ছাত্রদের তুলনায়। এ বছর প্রথম প্রতিটি মার্কশিটে কিউ আর কোড থাকছে। তার মাধ্যমেই ছাত্রের ফলাফলের যাবতীয় তথ্য মিলবে। পাশের হারে সবার শীর্ষে পূর্ব মেদিনীপুরে। ৮৭.৫৮ শতাংশ সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের পাশের হার। উর্দুতে প্রথম হয়েছে মহম্মদ হাসান, ৪৮৬ পেয়েছে। কলকাতা মাদ্রাসার এপি ডিপার্টমেন্ট থেকে। নেপালি ভাষায় প্রথম হয়েছে স্নেহা নেপাল তার প্রাপ্ত নম্বর ৪৬৫। তিনজন সাঁওতালি ৪৭২ নম্বর পেয়ে প্রথম হয়েছে, বিবেক সারেন, মৌসুমী টুডু, সরস্বতী বাস্কে। পাশ করেছে ৬ লক্ষ ৩৬ হাজার ৮৭৫ জন। মোট পাশের হার – ৮৫.৫৯%।
advertisement
প্রথম দশে স্থান পেয়েছে মোট ৮৭ জন। তাবে তাদের মধ্যে সংখ্যালঘু আটজন। প্রথম দশে হুগলি থেকে ১৮ জন স্থান পেয়েছে। প্রথম হয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র শুভ্রাংশু সরকার। প্রাপ্ত নম্বর ৪৯৬, শতাংশ হিসেবে ৯৯.২%। সে এককভাবে প্রথম। দ্বিতীয় হয়েছেন যুগ্মভাবে দ্বিতীয় সুষমা খান বাঁকুড়া ও আবু সামা রামকৃষ্ণপুর প্রমোদ দাশগুপ্ত হাইস্কুল উত্তর দিনাজপুরে। প্রাপ্ত নম্বর ৪৯৫।
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকে প্রথম শুভ্রাংশু সর্দার, প্রাপ্ত নম্বর ৪৯৬
অনুসূয়া সাহা, পিয়ালি দাস, শ্রেয়া মল্লিক ৪৯৪। চতুর্থ তিনজন। শ্রীজিতা বসাক, নরেন্দ্রনাথ ব্যানার্জি, প্রেরণা পাল( উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গার ইছাপুর হাইস্কুলের ছাত্রী)। ৪৯৩ পেয়েছেন। পঞ্চম স্থানে পেয়েছে ৪৯২ । কৌস্তভ কুণ্ডু, ঋষিতা সিনহা মহাপাত্র, দীপ্তার্ঘ দাস, অঙ্কিতা ঘরাই, অনন্যা সামন্ত। ৪৯১ পেয়ে ষষ্ঠ হয়েছে। তারা হল চয়ন বর্মন, অঙ্কুর রায়, অর্কদীপ ঘড়া, তমালকান্তি দাস, সোমা জানা, সোহম চ্যাটার্জি, রূপসা উপাধ্যায়, অদিতি মোহান্তি, সুপর্ণা মাহাতা, উৎসা কুণ্ডু, সৌমিলি, সাহেলি আহমেদ। ৪৯০ পেয়েছে সপ্তম হয়েছে ১৪জন। তারা হল, সন্দীপ ঘোষ, দেবর্ষী বসাক, বিধান শাসমল, অর্ক ঘোষ, অভিরূপ পাল, শ্রীজা উপাধ্যায়, সুনীত মুখার্জি, রূপঙ্কর ঘটক, কৌশিকী কুণ্ডু, সৌজাত্য মুখোপাধ্যায়, শরণ্য ঘোষ, অর্ণব পতি, অস্মিতা পাল, অভিজিৎ পাল।
৪৮৯ পেয়ে অষ্টম হয়েছে ১১জন। শ্রীতমা মিস্ত্রি (উত্তর ২৪ পরগনা দত্তপুকুর নিভাধুই বালিকা বিদ্যালয়), সৈয়দ সাকলাইন কবির, সায়ন প্রধান, আত্রেীয় সাহানা, সংযুক্তা বিশ্বাস, শ্রেষ্ঠা অধিকারী, সন্দীপ ভট্টাচার্য, অদ্বিতীয় সিনহা, ঈশিতা সেন, শিরীণ আলম, সপ্তক দাস।
আরও পড়ুন: মাধ্যমিক থেকে অনেকটা পিছিয়ে, উচ্চ মাধ্যমিকে পাশের হারে কলকাতার স্থান কত?
৪৮৮ পেয়ে নবম হয়েছে ১৮ জন। তারা হল, দেবাঙ্গনা দাস, প্রণব বর্মন, বৃষ্টি মাইতি, আমজাদ হোসেন, অর্ক দাস, সায়ন সাহা, অর্ক প্রতিম দে, পবিত্র মাইতি, তুহিন রঞ্জন অধিকারী, ঋষিতা কর্মকার, অথেনা বসু, সুপ্রভাত ঘোষ, সুজিত পাল, মোনালিসা পাল, অপূর্ব মণ্ডল, সায়ন্তিনী দে, সোরশ্মি দাস, প্রত্যুষা দাম।
৪৮৭ পেয়ে দশম হয়েছে ১৭জন। তারা হল, আর্য নন্দী, স্বাগতা চক্রবর্তী, সুস্মিতা মোদক, সময়িতা দাশগুপ্ত, সুচেতনা জানা, বিক্রম বর্মন, সেখ সইবুদ্দিন আহমেদ, সৌম্যদীপ দত্ত, কোয়েল কুণ্ডু, অঞ্জুমা দিলরুবা, দিনন্ত সাঁতরা, সেখ আব্দুল রাজ্জাক, অগ্নিভা মুখার্জি, সুদীপ পাল, মল্লিকা দেবনাথ, সায়ন্তন সরকার, তৃণা পুরকায়স্থ। আগামী বছর ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৬ই ফেব্রুয়ারি থেকে শেষ হবে ২৯ শে ফেব্রুয়ারি। পরাক্ষার সময়ে কিছুটা বদল আনা হয়েছে দুপুর বারোটা থেকে চলবে ৩:১৫ মিনিট পর্যন্ত।
Rudra Narayan Roy






