এখনও পর্যন্ত ৩ লক্ষ ২৫ হাজার ৩৪২ জন ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন করেছেন, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রসঙ্গত, আগামী ১৭ জুন শুরু হয় স্নাতক স্তরে ভর্তির আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া। সময় ছিল দুই সপ্তাহ। যদিও সেই সময়সীমা ছাত্রছাত্রীদের সুবিধার্থে বাড়ানোর সিদ্ধান্ত নিল শিক্ষা দফতর।
আরও পড়ুন: দুর্নীতি হলে কি আমরা চোখ বন্ধ করে থাকব? ৩২০০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় মন্তব্য বিচারপতির
advertisement
প্রসঙ্গত, এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রায় ১ মাস পর শুরু হয় উচ্চ মাধ্যমিকে ভর্তির আবেদন প্রক্রিয়া। এই বছর কেন্দ্রীয়ভাবে অনলাইনে ছাত্র ভর্তির প্রক্রিয়া হবে। ১৭ টি বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট ৪৬০ টি কলেজ এই অনলাইন প্রক্রিয়ায় অংশ নিতে চলেছে। ৪৬০টি সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ পাবেন পড়ুয়ারা। দেশের যে কোন স্বীকৃত বোর্ড/ কাউন্সিল/ সমতুল্য প্রতিষ্ঠান থেকে দ্বাদশ উত্তীর্ণ পড়ুয়ারা আবেদন করতে পারবেন।