ইতিমধ্যেই উত্তর ২৪ পরগণা (North 24 Parganas) জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের তরফে একটি নোটিশ জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে কোন কোন প্রাথমিক স্কুল গুলিতে শিক্ষক সংখ্যা কত তা রিপোর্ট আকারে জমা দেওয়ার জন্য সাব-ইন্সপেক্টরদের নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশিকার জেরেই জল্পনা চরমে। তাহলে কি যে প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক-শিক্ষিকার সংখ্যা বেশি সেখান থেকে তাঁদের অন্য স্কুলে বদলি করা হবে?
advertisement
আরও পড়ুন: সরকারি স্কুলে নীল-সাদা পোশাকে ‘বিশ্ব বাংলা’? সমগ্র শিক্ষা মিশনের নয়া নির্দেশিকায় জল্পনা
ইতিমধ্যেই উত্তর ২৪ পরগণা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের বিভিন্ন সাব-ইন্সপেক্টরদের থেকে এই সংক্রান্ত রিপোর্ট চাওয়া হয়েছে। মূলত কোন স্কুলে কত জন করে শিক্ষক শিক্ষিকা রয়েছেন সেই সংক্রান্ত রিপোর্ট চাওয়া হয়েছে বলেই সূত্রের খবর। যদিও এই বিষয় নিয়ে উত্তর ২৪ পরগণা জেলার প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যান দেবব্রত সরকার জানিয়েছেন "শুধুমাত্র রিপোর্ট চাওয়া হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।"
আরও পড়ুন: বড় সুযোগ! আট হাজার শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ হবে
প্রসঙ্গত রাজ্যের বিভিন্ন জেলায় উৎসশ্রী প্রকল্পের মাধ্যমে প্রাথমিক শিক্ষকদের বদলি প্রক্রিয়া চলছে। বিভিন্ন জেলার প্রান্তিক অঞ্চলে স্কুলগুলি থেকে শিক্ষক-শিক্ষিকাদের বদলি হওয়ায় একাধিক স্কুলের শিক্ষক সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। তার জেরে শুধুমাত্র উত্তর ২৪ পরগণা নয়, একাধিক জেলার প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যানরাই সমস্যায় পড়েছেন।তার জেরেই ছাত্র-শিক্ষক অনুপাতে সমন্বয় সাধন করতে চাইছে বিভিন্ন জেলা।
যদিও চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের নেবে বলেই সূত্রের খবর। তবে প্রাথমিকভাবে আগামী বুধবারের মধ্যেই রিপোর্টগুলি নিয়ে নিতে চাইছে একাধিক জেলার প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যানরা। সে ক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকাদের তুলনামূলক কম শিক্ষক-শিক্ষিকা থাকা স্কুলগুলিতে বদলি করা হলে সেই সার্কেলের মধ্যেই বদলি করা হবে। এমনটাই খবর স্কুল শিক্ষা দপ্তর সূত্রে।