প্রতিটি বোর্ডের দ্বাদশ শ্রেণীর ফলপ্রকাশের প্রায় এক মাস কেটেছে। এখনও কলেজের ভর্তির পোর্টাল খোলেনি রাজ্যে। ৩০ এপ্রিল ফল বেরিয়েছে ISC-র। ৭ মে প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের রেজাল্ট। CBSE-র দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশিত হয়েছে ১৩ মে। কিন্তু কলেজ, বিশ্ববিদ্যালয়ে এখনও শুরু হচ্ছে না স্নাতকস্তরে ভর্তি প্রক্রিয়া। ভর্তি পিছিয়ে গেলে রাজ্যের সমস্যা বাড়বে, আশঙ্কা উপাচার্য থেকে অধ্যক্ষ থেকে পড়ুয়ারা।
advertisement
বুধবার কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে বড় খবর দিলেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিধানসভায় ওবিসি জট কাটতেই কলেজ-বিশ্ববিদ্যালয়ের ভর্তি শুরু হবে। দ্রুত কলেজ ও ইউনিভারসিটিতে ভর্তির বিজ্ঞপ্তি বের হবে বলে বুধবার জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী।
Location :
Kolkata,West Bengal
First Published :
June 12, 2025 12:11 PM IST