TRENDING:

WBBME Result 2023: বড় খবর! হাই মাদ্রাসা, আলিম, ফাজিল পরীক্ষার ফলপ্রকাশের দিন ঘোষণা

Last Updated:

WBBME Result 2023: অনলাইনে ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমেও ফলাফল দেখতে পারবেন পড়ুয়ারা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আগামী ২০ মে প্রকাশিত হতে চলছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ পরিচালিত হাই মাদ্রাসা, আলিম, ফাজিল পরীক্ষার ফলাফল। অনলাইনে ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমেও ফলাফল দেখতে পারবেন পড়ুয়ারা। বৃহস্পতিবার এই মর্মে মাদ্রাসা বোর্ড থেকে একটি নির্দেশিকা জারি করা হয়।
পশ্চিমবঙ্গ মাদ্রাসা ফলাফল
পশ্চিমবঙ্গ মাদ্রাসা ফলাফল
advertisement

নির্দেশিকায় বলা হয়, “আগামী ২০মে, ২০২৩ শনিবার বেলা ১০:০০ টায় পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৩ সালের হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফল প্রকাশিত হবে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের অফিস (মওলানা আবুল কালাম আজাদ ভবন, সেক্টর-১, সল্টলেক, কলকাতা-৭০০০৬৪)-এ। সমস্ত হাই মাদ্রাসা ও সিনিয়র মাদ্রাসার প্রধানদের অনুরোধ করা হচ্ছে তাঁরা যেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের কলকাতা অফিস (মওলানা আবুল কালাম আজাদ ভবন, ডিভি-৪৫, সেক্টর-২ সল্টলেক, কোলকাতা- ৭০০০৬৪), পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের উত্তরবঙ্গ আঞ্চলিক অফিস (সংখ্যালঘু ভবন, ত্রিতল, ডি জি রোড, মালদহ), বহরমপুর বিতরণ কেন্দ্র (মুর্শিদাবাদ), সামসিয়া হাই মাদ্রাসা (দার্জিলিং), কারিশাল এক্রামিয়া হাই মাদ্রাসা (কোচবিহার), পরমহংসপুর বরকাতিয়া হাই মাদ্রাসা (পূর্ব মেদিনীপুর), এস এম আই হাই মাদ্রাসা (পশ্চিম মেদিনীপুর), বর্ধমান হাই মাদ্রাসা (বর্তমান), কেদারডাঙা হাই মাদ্রাসা (বাঁকুড়া) এবং হামিদিয়া হাই মাদ্রাসা (বীরভূম) বিতরণ কেন্দ্র থেকে মার্কসিট ও সার্টিফিকেট ২০ মে, ২০২০ তারিখে সংগ্রহ করেন।”

advertisement

আরও পড়ুন, দাম কমল কি সোনা-রূপোর? জেনে নিন আজকের দর কেমন

আরও পড়ুন, আর মাত্র ৪ দিন! কোন কোন স্টেশনে থামবে হাওড়া-পুরী বন্দে ভারত, জেনে নিন বিশদে

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

২০মে, ২০২৩ শনিবার বেলা ১১.৩০টা থেকে ইন্টারনেটের মাধ্যমে নিম্নলিখিত ওয়েবসাইটগুলিতে পরীক্ষাগুলির ফলাফল জানা যাবে। http://www.wbbme.org, http://wbresults.nic.in, http://www.exametc.com এই লিঙ্কগুলিতে ক্লিক করলেই উত্তর জানতে পারবেন পড়ুয়ারা। এর পাশাপাশই মোবাইলে পরীক্ষার ফলাফল জানার জন্য Google Play Store থেকে “Exametc.com” Download করেও ফল জানা যাবে।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
WBBME Result 2023: বড় খবর! হাই মাদ্রাসা, আলিম, ফাজিল পরীক্ষার ফলপ্রকাশের দিন ঘোষণা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল