সুপ্রিম কোর্টের নির্দেশেই নবম -দশম ও একাদশ- দ্বাদশের শিক্ষক নিয়োগের আবেদন পত্র ফের পূরণ করার জন্য পোর্টাল চালু করা হয়। গত ২৪ অগাস্ট থেকে আবেদনের পোর্টাল খুলে দিয়েছে SSC। তা সত্ত্বেও ৯ দিনে মাত্র ৩০ থেকে ৩৫ জন আবেদনকারী আবেদন করেছেন এই প্রক্রিয়ার জন্য।
প্রসঙ্গত, আগেই এসএসসি জানিয়েছিল যারা আবেদন করার তারা আবেদন করে ফেলেছিলেন।
advertisement
এরপরেও সুপ্রিম কোর্টের নির্দেশে ফের পোর্টাল চালু হওয়ায় এই সংখ্যক আবেদনই এখনও পর্যন্ত জমা পড়ল। আবেদনকারীদের ৩ তারিখ অ্যাডমিট কার্ড দেওয়া হবে। আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর এসএসসি নিয়োগের লিখিত পরীক্ষা নেবে।
পাশাপাশি, অনলাইনে আবেদনপত্র পূরণের গাফিলতির জন্যই অ্যাডমিট কার্ডে সই না থাকা বা ছবি না থাকার মতো সমস্যা হয়েছে বলেই জানাল এসএসসি। অনেক ক্ষেত্রেই পরীক্ষার্থীরা সঠিকভাবে ফর্ম ফিলাপ করতে পারেননি। সেই কারণেই এই সমস্যা তৈরি হচ্ছে। ফর্ম ফিলাপের জন্য এক মাসেরও বেশি সময়সীমা দেওয়া হয়েছিল এসএসসির পক্ষ থেকে। আবেদনপত্র জমা নেওয়ার পর অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল এডিট করার জন্যও। প্রায় ১৫০০ পরীক্ষার্থী এডিটও করেছে আবেদনপত্রের ভুল ঠিক করার জন্য।