৯৮ হাজার পরীক্ষার্থী এবার ইঞ্জিনিয়রিংয়ের প্রবেশিকা পরীক্ষা দিয়েছেন। যে সব পরীক্ষার্থী শূন্য বা তার বেশি নম্বর পাবেন তাঁদেরকেই র্যাঙ্ক কার্ড দেওয়া হবে বলেই জয়েন্ট বোর্ড সূত্রে খবর। বিকেল চারটের পর থেকেই পরীক্ষার্থীরা তাঁদের নম্বর ও র্যাঙ্ক কার্ড দুই ডাউনলোড করতে পারবেন। ইতিমধ্যেই ফলপ্রকাশের কথা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ট্যুইট করে জানিয়েছেন। প্রত্যেক বারের মতো এবারেও ইঞ্জিনিয়ারিং ও ফার্মাসির প্রথম ১০ স্থান পর্যন্ত মেধাতালিকা ঘোষণা করবে বোর্ড।
advertisement
আরও পড়ুন: বাবা মুদি দোকান চালান! উচ্চ মাধ্যমিকে নজরকাড়া সাফল্যে চমকে দিল মেয়ে
বোর্ডের তরফে জানানো হয়েছে জয়েন্ট বোর্ডের ওয়েবসাইট মারফত পরীক্ষার্থীরা তাঁদের নম্বর জানতে পারবেন। প্রসঙ্গত পরীক্ষার্থীদের কাউন্সেলিং কবে থেকে হবে সেই বিষয় সম্পর্কে বোর্ডের তরফে আজ জানানো হবে। পাশাপাশি অনলাইন কাউন্সেলিং কত পর্যায়ে হবে, ইঞ্জিনিয়রিংয়ের এবার আসন বাড়ল নাকি কমল সেই বিষয় সম্পর্কেও বোর্ডের তরফে আজ জানানো হবে। এবছর জয়েন্ট এন্ট্রান্স বোর্ড পরীক্ষার জন্য একাধিক নিরাপত্তা মূলক পদক্ষেপ নিয়েছিল। প্রথমত ওএমআর শিট জালিয়াতি রুখতে এ বছর প্রথম ওএমআর শিটে ভিন্ন প্রযুক্তি ব্যবহার করেছে জয়েন্ট বোর্ড। যার ফলে ওএমআর শিট জালিয়াতি করা সম্ভব নয় বলেই দাবি করেছিলেন বোর্ডের আধিকারিকরা।
আরও পড়ুন: মুদি দোকানে বাবার সঙ্গে কাজ করতে করতেই পড়া, উচ্চ মাধ্যমিকে সপ্তম সন্দীপ
পাশাপাশি প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রে মেটাল ডিটেক্টরেও ব্যবহার করেছে বোর্ড। এই প্রথম প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রে মেটাল ডিটেক্টর ব্যবহার করা হয়েছে বলেই বোর্ডের আধিকারিকদের দাবি। পাশাপাশি রেডিও ফ্রিকুয়েন্সি ডিটেক্টরও এবারের পরীক্ষাকে মাথায় রেখে ব্যবহার করা হয়েছে। পরীক্ষা চলাকালীন সময় ইলেকট্রনিক গেজেট বা মোবাইল ফোন নিয়ে ভিতরে ঢুকলে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টরের মাধ্যমে তা সঙ্গে সঙ্গে সনাক্ত করা সম্ভব। এই প্রযুক্তিও এবার ব্যবহার করেছে বোর্ড। সব মিলিয়ে কড়া নিরাপত্তার মাধ্যমে এবারের পরীক্ষা নিয়েছে বোর্ড। রাজ্যের পাশাপাশি ভিন রাজ্য পরীক্ষাকেন্দ্র করা হয়েছিল বোর্ডের তরফে। সব মিলিয়ে এক মাসের মাথায় পরীক্ষার ফলপ্রকাশ করছে জয়েন্ট বোর্ড। বোর্ড সূত্রে খবর এবার কাউন্সিলিংয়ের ক্ষেত্রেও বেশ কিছু নতুন নিয়ম আনা হতে পারে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়