সেই একই স্কুলের ছাত্র সোহম দাস। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় দ্বিতীয় হয়েছেন তিনি। বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের ছাত্রী সারা মুখোপাধ্যায় এই পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করেছেন।
মেধাতালিকায় কলকাতা থেকে দু’জন স্থান পেলেও জেলা থেকেই পাঁচ জন জায়গা করে নিল তালিকায়। যার মধ্যে বাঁকুড়া থেকে দু’জন, পশ্চিম মেদিনীপুর থেকে একজন, পশ্চিম বর্ধমান থেকে একজন ও পূর্ব বর্ধমান থেকে একজন।
advertisement
৯৮ হাজার পরীক্ষার্থী এবার ইঞ্জিনিয়রিংয়ের প্রবেশিকা পরীক্ষা দিয়েছেন। বিকেল চারটের পর থেকেই পরীক্ষার্থীরা তাঁদের নম্বর ও র্যাঙ্ক কার্ড দুই ডাউনলোড করতে পারবেন।
আরও পড়ুন: বাবা মুদি দোকান চালান! উচ্চ মাধ্যমিকে নজরকাড়া সাফল্যে চমকে দিল মেয়ে
আরও পড়ুন: মুদি দোকানে বাবার সঙ্গে কাজ করতে করতেই পড়া, উচ্চ মাধ্যমিকে সপ্তম সন্দীপ
চলতি বছর জয়েন্ট এন্ট্রান্স বোর্ড পরীক্ষার জন্য একাধিক নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়া হয়েছিল। প্রথমত ওএমআর শিট জালিয়াতি রুখতে এ বছর প্রথম ওএমআর শিটে ভিন্ন প্রযুক্তি ব্যবহার করেছে জয়েন্ট বোর্ড। যার ফলে ওএমআর শিট জালিয়াতি করা সম্ভব নয় বলেই দাবি করেছিলেন বোর্ডের আধিকারিকরা। অবশেষে ফল প্রকাশ হল। ছাত্রছাত্রীদের মধ্যে এই মুহূর্তে উন্মাদনা।