ডায়মন্ডহারবার পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর পল্লীতে মায়ের সঙ্গে ভাড়া বাড়িতে থাকেন বছর ২৯-এর প্রিয়তোষ। ছোটবেলায় বাবা মারা যাওয়ার পরে পরিবারে চরম অর্থাভাব নেমে আসে।
তখন থেকেই প্রিয়তোষের মা মৌসুমি পিপলাই গৃহ শিক্ষকতা করে ছেলেকে মানুষ করতে থাকেন। ছোট থেকেই মেধাবী ছাত্র হিসেবে পরিচিত প্রিয়তোষ সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির থেকে মাধ্যমিক ও বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ করেন।
advertisement
আরও পড়ুন : হলুদ চটচটে নোংরায় ভরবে কান! এই ৪ খাবার থেকে সাবধান! খেলেই কানে জমবে ময়লা বর্জ্যের স্তর!
পরে উচ্চ শিক্ষায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করেন। ২০১৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০১৭ তে কাজে যোগ দেন। পাশাপাশি তিনি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে অঙ্কে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০২১ সালের ডব্লুবিসিএস গ্রুপ সি-তে জায়গা পান প্রিয়তোষ। ২০২৪ সালে অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স কমিশন হিসেবে কাজে যোগ দেন। ২০২২ সালে আবার একবার ডব্লুবিসিএস পরীক্ষা দেন। সম্প্রতি তার ফল প্রকাশিত হলে জানা যায় ডব্লুবিসিএস এক্সিকিউটিভ ক্যাটেগরিতে তিনি প্রথম স্থান অধিকার করেছেন। এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত প্রিয়তোষ এবং তাঁর পরিবারের লোকজন।