আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক ২০২৫-এর মেধাতালিকায় মোট ৭২জন! কোন জেলা থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়?
উচ্চ মাধ্যমিকে সার্বিক ভাবে পাশের হারে এগিয়ে ছাত্রেরা। তাঁদের পাশের হার ৯২ শতাংশের বেশি। মেয়েদের মধ্যে পাশের হার ৮৮ শতাংশের কিছু বেশি। গত বছরের তুলনায় এ বছর পাশের হার বেড়েছে। গত বছর উচ্চ মাধ্যমিকে পাশের হার ছিল ৯০ শতাংশ। সব থেকে বেশি পাশের হার পূর্ব মেদিনীপুর ৯৫. ৭৪ শতাংশ, দ্বিতীয় উত্তর ২৪ পরগনায় ৯৩.৫৩ শতাংশ, তৃতীয় স্থানে কলকাতা ৯৩.৪৩ শতাংশ।
advertisement
আরও পড়ুনঃ LoC-তে হেভি মর্টার শেলিং পাক সেনাদের! নিহত ১০ ভারতীয়! আহত ২০, সতর্ক বিএসএফ
উচ্চ মাধ্যমিক ২০২৫-এর মেধাতালিকায় মোট ৭২জন। উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে বর্ধমানের রূপায়ণ পাল। সে পেয়েছে ৪৯৭, শতাংশের হিসাবে ৯৯.৪। দ্বিতীয় হয়েছে ৪৯৬ পেয়ে। দ্বিতীয় হয়েছে তুষার দেবনাথ। সে কোচবিহারের বাসিন্দা। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। উচ্চ মাধ্যমিকে এ বছর তৃতীয় হয়েছে আরামবাগের রাজর্ষি অধিকারী, সে পেয়েছে ৪৯৫। বাঁকুড়ার সৃজিতা চতুর্থ হয়েছে, প্রাপ্ত নম্বর ৪৯৪। মেধা তালিকায় মোট ৭২ জন আছেন।