আরও পড়ুন- জোড়া ফলায় বিদ্ধ উচ্চ মাধ্যমিক! ফের কি বদলাবে পরীক্ষার সূচি?
সরকারের এক সূত্রের খবর, রাজ্য সরকারের উৎসশ্রী প্রকল্পের (Utsashree Program) মাধ্যমে নিজেদের জেলার স্কুলেই বদলি (Teacher Transfer) করা হচ্ছে বহু শিক্ষক শিক্ষিকাদের। এই নয়া প্রকল্পের আওতায় এখনও অবধি ১০ হাজার শিক্ষক শিক্ষিকার বদলি হয়েছে। গ্রামের সরকারি স্কুলগুলিতে এমনিতেই পড়ুয়া অনুপাতে শিক্ষক শিক্ষিকার সংখ্যা কম। এই বদলির ফলে বিশেষ করে সমস্যায় পড়েছে রাজ্যের গ্রামের স্কুলগুলি। বহু স্কুলের শিক্ষক শিক্ষিকার সংখ্যা কমতে কমতে এখন ৩/৪! সুতরাং প্রশ্ন উঠছে, উচ্চমাধ্যমিক (HS Exam 2022) পরীক্ষার পরিদর্শনের জন্য যথেষ্ট সংখ্যায় শিক্ষক শিক্ষিকাদের পাওয়া আদৌ সম্ভবপর হবে তো?
advertisement
সূত্রের খবর, এই বিষয়ে প্রতিটি জেলার স্কুল পরিদর্শকদের নিয়ে শীঘ্রই বৈঠকে বসতে চলেছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
আরও পড়ুন-কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা! যুবক-যুবতীদের প্রশিক্ষণের পর চাকরির দেবে রাজ্য
চলতি বছরের উচ্চমাধ্যমিক (HS Exam 2022) পরীক্ষা শুরু হওয়ার আগে বিভিন্ন স্কুলে শিক্ষক শিক্ষিকার সংখ্যা কত তা জানতে চেয়েছিল সংসদ। সমস্ত সরকারি স্কুলে উচ্চমাধ্যমিক পরীক্ষা গ্রহণের সঙ্গে জড়িত শিক্ষক শিক্ষিকার সংখ্যা কত তা কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
সরকারি স্কুলগুলি ধুঁকছে শিক্ষকের অভাবে, এই নিয়ে বারেবারেই সরব হয়েছেন শিক্ষকদের একাংশ। শিক্ষকদের একাংশের দাবি, উৎসশ্রী প্রকল্পের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের বদলির কারণে বিভিন্ন স্কুলে শিক্ষকদের ঘাটতি চোখে পড়ার মতো বাড়ছে। এই মুহূর্তে শিক্ষকদের শূন্যপদও বিস্তর। শিক্ষাবিদদের অনেকেই বলছেন অবিলম্বে এই শূন্যপদ পূরণ না করা হলে উচ্চমাধ্যমিক পরীক্ষা আয়োজন করতেই ভুগতে হবে রাজ্য সরকারকে। সংসদ সূত্রের খবর, ১৩ এপ্রিল থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক (HS Exam 2022) পরীক্ষা, চলবে ২৮ এপ্রিল পর্যন্ত।