এবারের মোট আবেদনকারী পরীক্ষার্থীর সংখ্যা ৮,৫২,৪৪৪ জন। মোট পরীক্ষা দিয়েছেন ৮,২৪,৮৯১ জন। পাশ করেছে ৭,৩৭,৮০৭ জন। পাশের হার ৮৯.২৫ শতাংশ। পাশের হারে জেলাভিত্তিক প্রথম হয়েছেন পূর্ব মেদিনীপুর। ১১ টি জেলায় পাশের হার ৯০ পার্সেন্ট বেশি। আগামী বছর উচ্চ মাধ্যমিক শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। দুপুর ১২টা থেকে ৩টে ১৫।
advertisement
১২টা ৩০ মিনিট থেকে ছাত্র-ছাত্রীরা তাদের রেজাল্ট দেখতে পারবেন ওয়েবসাইটে ৷ রেজাল্ট জানতে সবার আগে চোখ রাখুন নিউজ18 বাংলার ওয়েবসাইটে ৷
ক্লিক করুন—->https://bengali.news18.com/news/career/board-results/ টাইপ করুন আপনার রোল নম্বর এবং জেনে নিন রেজাল্ট ৷
মাত্র ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ করা হয়েছে৷ চলতি বছরের ১৪ মার্চ শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। যা চলেছিল ২৭ মার্চ পর্যন্ত। বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগ মিলিয়ে এবছর প্রায় সাড়ে ৮ লক্ষ পড়ুয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বলে বোর্ড সূত্রে খবর ৷
Check : পশ্চিমবঙ্গ এইচএস ফলাফল 2023 | WBCHSE ক্লাস 12 তম ফলাফল 2023 লাইভ আপডেট
ওয়েবসাইট ছাড়া এসএমএস ও মোবাইল অ্যাপের মাধ্যমেও দেখা যাবে উচ্চ মাধ্যমিকের ফল। SMS-এ ফল জানতে হলে পড়ুয়াদের কয়েকটি পদ্ধতি মানতে হবে। মোবাইল ফোনের Write Message-এ গিয়ে লিখতে হবে WB12। এরপর স্পেস দিয়ে লিখতে হবে রোল নম্বর। এই SMS পাঠাতে হবে 5676750 বা 58888 নম্বরে। ৩১ মে শংসাপত্রের প্রতিলিপি দেওয়া হবে৷
মার্কশিট ছাত্রছাত্রীরা পড়ে পেলেও সেই মার্কশিটে এবার থাকছে চমক। জালিয়াতি ও নকল রুখতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবার মার্কশিট ও সার্টিফিকেটে কিউআর কোডের ব্যবহার করবে। যাতে উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেটের নকল আটকানো যায়। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, ইতিমধ্যেই সেই সংক্রান্ত প্রস্তুতিও নেওয়া হয়েছে সংসদের পক্ষ থেকে। চলতি বছরে ছাত্রছাত্রীরা যে মার্কশিট ও সার্টিফিকেট হাতে পাবেন সেখানে কিউআর কোডের ব্যবহার থাকবে।
