TRENDING:

আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক! নির্বিঘ্নে পরীক্ষা নিতে তুমুল তৎপরতা সংসদের

Last Updated:

মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষ ৫২হাজার, যা গতবারে তুলনায় এক লক্ষ ৭ হাজার বেশি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শুরু হচ্ছে এবছরের উচ্চ মাধ‍্যমিক পরীক্ষা। চলতি বছর উচ্চ মাধ‍্যমিক শুরু হচ্ছে ১৪ মার্চ থেকে এবং শেষ হচ্ছে ২৭ মার্চ। উচ্চ মাধ্যমিকে এবার পরীক্ষা দেবেন প্রায় সাড়ে ৮ লক্ষ পরীক্ষার্থী। শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত ছাত্র-ছাত্রীরা। আর পরীক্ষা শুরুর আগেই ফলাফল ঘোষণা করে দেওয়া হল সংসদের পক্ষ থেকে।
আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক
আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক
advertisement

প্রত্যেক পরীক্ষার দিন অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট আনতে হবে।

প্রথম দিন পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগে পৌঁছে যেতে হবে পরীক্ষাকেন্দ্রে।

বাকি দিনগুলি পরীক্ষা শুরু হওয়ার আধ ঘণ্টা আগে পৌঁছে যেতে হবে

প্রত্যেক পরীক্ষার দিন অ্যাটেনডেন্স কাম সিগনেচার রোল (এএসআর)-এই সই করতে হবে পরীক্ষার্থীদের।

পেন, পেনসিল, রবার অন্য পরীক্ষার্থীদের থেকে নেওয়া যাবে না।

advertisement

আরও পড়ুন: ট্রেনের টিকিট পরীক্ষা করেন TTE ও TC, দুজনের পার্থক্য জানেন? ৯৯‍% মানুষ জানেন না

শুক্রবার সাংবাদিক বৈঠকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "এবছর ফলপ্রকাশ অনেকটাই তাড়াতাড়ি করা হবে। সেক্ষেত্রে জুন মাসের প্রথম সপ্তাহই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য সময়।" প্রতিবছর ১০ জুনের আগে-পিছে উচ্চ মাধ‍্যমিকের ফল ঘোষণা করা হয়। এবছর সংসদের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে জুনের প্রথম সপ্তাহতেই ফল ঘোষণা করার।

advertisement

প্রতিবছর অন্যান্য বোর্ড যেমন সিবিএসই বা আইএসসি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তুলনায় বেশ কিছুদিন আগেই ফলাফল ঘোষণা করে দেয়। যার ফলে কলেজগুলোতেও ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যায়। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET) এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা শুরু হয়ে যায়। তাই, ফলাফল দেরিতে বেড়নোর কারণে বিপাকে পড়তে হয় রাজ‍্য বোর্ডের ছাত্র-ছাত্রীদের। তাঁদের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে সংসদ। পুরো প্রক্রিয়া তাড়াতাড়ি করার জন‍্য ৫০,০০০ ও বেশি পরীক্ষক নিয়োগ করা হচ্ছে এবছর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

আগামী ১৪ মার্চ থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষ ৫২হাজার, যা গতবারে তুলনায় এক লক্ষ ৭ হাজার বেশি। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৪৫ হাজার। মোট ২৩৪৯টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। সকাল দশটা থেকে দুপুর ১ টা ১৫ মিনিট পর্যন্ত হবে পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রের প্রত্যেকটি পরীক্ষা হলে দু'জন করে নজরদারির জন্য শিক্ষক-শিক্ষিকা থাকবেন। এবারও বাংলা ইংরেজি হিন্দি ও অলচিকি এই চার ভাষায় প্রশ্নপত্র করা হচ্ছে বলেই জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবছর প্রায় ১৪০০ জন প্রধান পরীক্ষক এবং ৫৫ হাজার পরীক্ষক নিয়োগ করা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। সংসদের তরফ থেকে চালু করা হয়েছে কন্ট্রোল রুমও। ০৩৩ ২৩৩৭০৭৯২ এই কন্ট্রোল রুম থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যে-কোনও সহযোগিতা পাবেন ছাত্র-ছাত্রীরা বলেই সংসদ জানিয়েছে। এদিন সংসদের তরফে পরীক্ষার্থীদের গুজবে কান না দেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে এবার ট্রেন নিয়েও পদক্ষেপ সংসদের৷

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক! নির্বিঘ্নে পরীক্ষা নিতে তুমুল তৎপরতা সংসদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল