২০২৪ সালে পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল ৮৬.৩১%। ২০২৪ সালে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৯ লক্ষ ২৩ হাজার ৬৩৬ জন শিক্ষার্থী। উত্তীর্ণ হয়েছেন ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন পড়ুয়া। এবার পুরনো বছরের তথ্যের দিকে তাকালে, ২০২৩ সালে পরীক্ষার্থী ছিল ৬,৩৭,১০৫ জন। পাশ করেছে ৫,৪৮,৯০৯ জন।
আরও পড়ুন: ফলপ্রকাশ মাধ্যমিকের, পাশের হারে এবারেও সেরা পূর্ব মেদিনীপুর! দ্বিতীয়, তৃতীয় কারা?
advertisement
পরিসংখ্যান দেখলে বোঝা যায়, যেহেতু ২০২৪ সালের পাশের হার ৮৩.৩১% ছিল, এবং পাশের সংখ্যাও নিতান্তই কম ছিল না। এমন পরিস্থিতিতে ২০২৫ সালে পাশের হার আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে।
গত বছরের তুলনায় এ বছর ফলাফল গত বছরের তুলনায় ভাল। এই বছর AA গ্রেড পেয়েছেন -১০৬৫৯ জন, A+ ২৫৮২০ জন পেয়েছেন, A গ্রেড পেয়েছেন ৯১২৩৭, ১২৭৭১৬ জন পরীক্ষার্থী ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন। আমাদের মূল্যায়ন গুরুত্ব সহকারে হয়। এইটুকুই বলতে পারি।