TRENDING:

WBBSE Madhyamik Result 2025: ২৪-এর চেয়ে এগিয়ে ২৫! গত বছরের তুলনায় বাড়ল পাশের হার

Last Updated:

WBBSE Madhyamik Result 2025: গত বছরের তুলনায় এই বছর পাশের হার বেশি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফল প্রকাশ হল ২০২৫ মাধ‍্যমিকের। সকাল ৯ টা থেকে সাংবাদিক বৈঠক করেন মধ‍্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ‍্যায়। গত বছরের তুলনায় এই বছর পাশের হার বেশি। এবার ৮৬. ৫৬ % পাশের হার গতবার এর তুলনায় বেশি। গতবার ছিল পাশের হার ৮৬. ৩১%। পাশের হারে প্রতিবছরের মতো এই বছরও এগিয়ে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর ৯৬. ৪৬, দ্বিতীয় কালিম্পং ও কলকাতা তৃতীয় পাশের হারে।
News18
News18
advertisement

২০২৪ সালে পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল ৮৬.৩১%। ২০২৪ সালে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৯ লক্ষ ২৩ হাজার ৬৩৬ জন শিক্ষার্থী। উত্তীর্ণ হয়েছেন ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন পড়ুয়া। এবার পুরনো বছরের তথ্যের দিকে তাকালে, ২০২৩ সালে পরীক্ষার্থী ছিল ৬,৩৭,১০৫ জন। পাশ করেছে ৫,৪৮,৯০৯ জন।

আরও পড়ুন: ফলপ্রকাশ মাধ‍্যমিকের, পাশের হারে এবারেও সেরা পূর্ব মেদিনীপুর! দ্বিতীয়, তৃতীয় কারা?

advertisement

পরিসংখ্যান দেখলে বোঝা যায়, যেহেতু ২০২৪ সালের পাশের হার ৮৩.৩১% ছিল, এবং পাশের সংখ্যাও নিতান্তই কম ছিল না। এমন পরিস্থিতিতে ২০২৫ সালে পাশের হার আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে।

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

গত বছরের তুলনায় এ বছর ফলাফল গত বছরের তুলনায় ভাল। এই বছর AA গ্রেড পেয়েছেন -১০৬৫৯ জন, A+ ২৫৮২০ জন পেয়েছেন, A গ্রেড পেয়েছেন ৯১২৩৭, ১২৭৭১৬ জন পরীক্ষার্থী ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন। আমাদের মূল্যায়ন গুরুত্ব সহকারে হয়। এইটুকুই বলতে পারি।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
WBBSE Madhyamik Result 2025: ২৪-এর চেয়ে এগিয়ে ২৫! গত বছরের তুলনায় বাড়ল পাশের হার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল