Check : পশ্চিমবঙ্গ এইচএস ক্লাস 12 তম ফলাফল 2023
Check : পশ্চিমবঙ্গ এইচএস ফলাফল 2023
advertisement
রিফাতের বাবা লিয়াকত আলি, মা মারজানা আখতার। দুইজনের স্কুল শিক্ষক। মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় স্থান পেয়ে আপ্লুত মালদার রিফাত হাসান সরকার। ভবিষ্যতে ডাক্তার হতে চায় সে। আজ শুক্রবার, এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়। তাতে রাজ্যে দ্বিতীয় হয়েছে রিফাত হাসান সরকার। বর্তমানে শিলিগুড়িতে আছে রিফাত ।
আরও পড়ুনঃ মাধ্যমিকে দ্বিতীয় একসঙ্গে দু’জন! শুভম, রিফাতের প্রাপ্ত নম্বর ৬৯১
শুক্রবার শিলিগুড়িতে এই ফল জানার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার খুশির কথা জানায় রিফাত। শিলিগুড়িতে একটি বেসরকারি ট্রেনিং ইনস্টিটিউটে পড়াশোনা করছে রিফাত। ভবিষ্যতে চিকিৎসক হতে চায় সে।
এবছর মাধ্যমিকে আবেদনকারী প্রার্থীর সংখ্যা ৬৯৭২১২ জন৷ পরীক্ষা দিয়েছেন ৬৮৩৩২১ জন৷ মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ২২ শতাংশ বেশি৷ ৪৪ হাজার পরীক্ষক খাতা দেখেছেন৷ মহিলা পরীক্ষার্থীদের সংখ্যা বেশি। মোট পাশের হার ৮৬.১৫ শতাংশ। পাশের হারে এগিয়ে পূর্ব মেদনীপুর। পূর্ব মেদিনীপুরে পাশের হাত ৯৬.৮১ শতাংশ।
আরও পড়ুনঃ এখানে সহজেই দেখা যাচ্ছে মাধ্যমিকের ফলাফল, করতে হবে শুধু একটা ক্লিক
এ বছর ৭৫ দিনের মাথায় মাধ্যমিকের ফল প্রকাশ হচ্ছে। ৪ ফেব্রুয়ারী পরীক্ষা শুরু হয়েছিল। আজ সকাল ১০টায় সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
এ দিনই ছাত্রছাত্রীরা মার্কশিট ও সার্টিফিকেট স্কুল থেকে হাতে পেয়ে যাবেন, এমনটাই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। গ্রেড দেওয়ার পাশাপাশি পর্ষদের পক্ষ থেকে বিষয়ভিত্তিক নম্বরের পার্সেন্টেজও দেওয়া হবে।
হরষিত সিংহ