Check : পশ্চিমবঙ্গ এইচএস ফলাফল 2023
Check : পশ্চিমবঙ্গ এইচএস ক্লাস 12 তম ফলাফল 2023
advertisement
ভবিষ্যতে ডাক্তার হতে চায়। এবারে মালদা থেকে মোট ২১ জন সেরা দশে। এরপর দুপুর ১২টা থেকে ওয়েবসাইটে ছাত্র-ছাত্রীরা নিজেদের রেজাল্ট জানতে পারবেন৷ রেজাল্ট জানতে সবার আগে ক্লিক করুন–> https://bengali.news18.com/।
মাধ্যমিকে ষষ্ঠ হয়ে কী প্রতিক্রিয়া রেহানের? তার উত্তর, ” ভালই লাগছে। স্বপ্ন তো একটা ছিলই, সেটা সত্যি হয়েছে। বিগত এক বছরের কঠোর পরিশ্রম ১ফল পেয়েছি খুব ভাল লাগছে।” রেজাল্ট নিয়ে তার কী প্রত্যাশা ছিল? জানতে চাওয়া হলে সে বলে ” আশা করে ছিলাম ৬৮০ পাব। ভেবে ছিলাম দশম হতেও পারি। কিন্তু ভাবতে পারিনি যে ষষ্ঠ হব।”
আরও পড়ুন: মাধ্যমিকে মেধাতালিকায় প্রথম স্থানে ১, দ্বিতীয় স্থানে ২, তৃতীয় ৬ জন
এবছর মাধ্যমিকে আবেদনকারী প্রার্থীর সংখ্যা ৬৯৭২১২ জন৷ পরীক্ষা দিয়েছেন ৬৮৩৩২১ জন৷ এবার সেরা দশে মোট জন ১১৮ জন। মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ২২ শতাংশ বেশি৷ ৪৪ হাজার পরীক্ষক খাতা দেখেছেন৷ মহিলা পরীক্ষার্থীদের সংখ্যা বেশি। মোট পাশের হার ৮৬.১৫ শতাংশ। পাশের হারে এগিয়ে পূর্ব মেদনীপুর। পূর্ব মেদিনীপুরে পাশের হাত ৯৬.৮১ শতাংশ।
আরও পড়ুন: ৬৯৭ নম্বর পেয়ে মাধ্যমিকে প্রথম দেবদত্তা মাজি, ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছাবার্তা মুখমন্ত্রীর
এ বছর ৭৫ দিনের মাথায় মাধ্যমিকের ফল প্রকাশ হচ্ছে। ৪ ফেব্রুয়ারী পরীক্ষা শুরু হয়েছিল। আজ সকাল ১০টায় সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এ দিনই ছাত্রছাত্রীরা মার্কশিট ও সার্টিফিকেট স্কুল থেকে হাতে পেয়ে যাবেন, এমনটাই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। গ্রেড দেওয়ার পাশাপাশি পর্ষদের পক্ষ থেকে বিষয়ভিত্তিক নম্বরের পার্সেন্টেজও দেওয়া হবে।