Check : পশ্চিমবঙ্গ এইচএস ক্লাস 12 তম ফলাফল 2023
২০২৩ এর মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে একজনই৷ কাটোয়ার দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুলের ছাত্রী দেবদত্তা মাজি৷ ৯৯.৫৭ শতাংশ নম্বর পেয়েছে সে৷ তার মোট প্রাপ্ত নম্বর ৬৯৭৷ দ্বিতীয় স্থানে রয়েছে ৪ জন পরীক্ষার্থী, তৃতীয় স্থানে ৬ জন৷
advertisement
Check : পশ্চিমবঙ্গ এইচএস ফলাফল 2023
দ্বিতীয়, শুভম পাল,দ্বিতীয় বর্ধমান মিউনিসিপ্যাল, মোট নম্বর ৬৯১, ৯৮.৭১ শতাংশ৷ দ্বিতীয়, মালদা এর রিফাত হাসান সরকার। রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দির৷ অর্ক মণ্ডল টাকি রামকৃষ্ণ মিশন হাইস্কুল, ৬৯০, উত্তর ২৪ পরগনা৷
এছাড়া, ১৬টি জেলা থেকে ১১৮ জন প্রথম দশ তম মেধা তালিকায় রয়েছে৷ মালদা থেকে ২১ জন,পূর্ব বর্ধমান ১৭ জন,বাঁকুড়া ১৪ জন,দক্ষিণ ২৪ পরগনা ১৩,পূর্ব মেদিনীপুরের ১১ জন,উত্তর ২৪ ও পশ্চিম মেদিনীপুর থেকে ৯ জন র্যাঙ্ক করেছে৷ কলকাতা থেকে এবার কেউ-ই প্রথম ১০ এর তালিকায় নেই৷
জেলা ভিত্তিক পাশের হার – পূর্ব মেদিনীপুর – ৯৬.৮১, পশ্চিম মেদিনীপুর – ৯২.১৩,দক্ষিণ ২৪ পরগনা – ৮৮.৫০, কলকাতা ৯৩.৭৫ , হাওড়া – ৮৩.৫৯ , উত্তর ২৪ পরগনা – ৮৯.৩৫, হুগলি – ৮৪.৬৩, পশ্চিম মেদিনীপুর – ৯২.১৩, ঝাড়গ্রাম – ৮৬.৩৬, বাঁকুড়া ৭৪.৭২, পুরুলিয়া ৭৯.১৬, পশ্চিম বর্ধমান – ৭৪.১৫, পূর্ব বর্ধমান – ৭৮.৯৪, নদীয়া – ৮০.৯০, মুর্শিদাবাদ – ৭৯.৪৬, বীরভূম – ৭৭.৬৭, মালদা – ৮৩.৯৩,দক্ষিণ দিনাজপুর – ৭৭.৭৬, উত্তর দিনাজপুর – ৭০.৬৬, কোচবিহার – ৭৮.৮৬,আলিপুরদুয়ার – ৭৪.০৯, জলপাইগুড়ি – ৬৭.৭৩,দার্জিলিং – ৭৮.৯৬, কালিম্পং – ৯৪.১৩,
ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। শেষ হয়েছে ৪ মার্চ। মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী। এই ৭ লক্ষ পরীক্ষার্থীর ফলাফল ঘোষণা করা হবে মাত্র ৭৫ দিনের মাথায়।
প্রসঙ্গত, এ বারের মাধ্যমিকের ফল প্রকাশের দিন আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ সম্পর্কে জানানো হতে পারে। রিভিউ এবং স্ক্রুটিনির সুযোগ কবে থেকে দেওয়া হবে, সে সম্পর্কেও বিশদ তথ্য দেওয়া হবে পর্ষদের পক্ষ থেকে। পর্ষদ সূত্রে খবর, এ বার রিভিউ ও স্কুটিনির ফলাফল গতবারে তুলনায় আরও কম দিনে প্রকাশ করতে চায় পর্ষদ।