মেধা তালিকা থেকে দশম স্থানে রয়েছে ১৫ জন। প্রথম থেকে দশম স্থান পর্যন্ত মালদহের জয়জয়কার। প্রথম থেকে পঞ্চম স্থান পর্যন্ত ছাত্রীদের দখলে। রাজ্যে প্রথম হয়েছে ভগবানপুর হাই মাদ্রাসার ফাহমিদা ইয়াসমিন এবং বটতলা আদর্শ হাই মাদ্রাসার সাহিদা পারভিন, তাদের প্রাপ্ত নম্বর ৭৮৯। দ্বিতীয় স্থানে রয়েছে সাগর হাই মাদ্রাসার সামশুন নেহা, তার প্রাপ্ত নম্বর ৭৭৬। তৃতীয় স্থানে রয়েছে মহম্মদিয়া হাই মাদ্রাসার আলিফনুর খাতুন, তার প্রাপ্ত নম্বর ৭৭২।
advertisement
হাই মাদ্রাসা, আলিম, ফাজিল পরিক্ষার ফল প্রকাশের পর উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, হাইমাদ্রাসা, আলিম, ফাজিল পরীক্ষার্থীদের সবাইকে অনেক শুভেচ্ছা। ভবিষ্যতে তারা আরও সাফল্য অর্জন করবে।
মাদ্রাসার ফলাফল দেখা যাবে www.wbbme.org এবং http://wbbmeexam.org/marksheet/login ওয়েবসাইটে। এবছর মোট পরীক্ষার্থী ৬০৩৭৪, ছাত্র ২৪৩৫৩, ছাত্রী ৩৬০২১। তৎকাল পিপিআর পিপিএস এর ব্যবস্থা। সাতদিনের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে, ১৫ দিনের মধ্যে রেজাল্ট।
পর্ষদের তরফে জানানো হয়েছে, শনিবার রাজ্যের বিভিন্ন প্রান্তের ক্যাম্প অফিস থেকে হাই-মাদ্রাসা এবং সিনিয়র মাদ্রাসার প্রধানদের হাতে হাই-মাদ্রাসা, আলিম ও ফাজিলের মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দেওয়া হবে। তারপর পড়ুয়ারা মার্কশিট এবং সার্টিফিকেট পাবেন। রাজ্যের বিভিন্ন প্রান্তের মোট ১০টি কেন্দ্র থেকে হাই-মাদ্রাসা এবং সিনিয়র মাদ্রাসার প্রধানদের দেওয়া হবে মার্কশিট এবং সার্টিফিকেট।
কোন কোন কেন্দ্র থেকে মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হবে?
১) পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের কলকাতা অফিস (মৌলানা আবুল কালাম আজাদ ভবন, ডিডি-৪৫, সেক্টর-১, সল্টলেক, কলকাতা – ৭০০০৬৪)।
২) পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের উত্তরবঙ্গ আঞ্চলিক অফিস (সংখ্যালঘু ভবন, ত্রিতল, ডিজি রোড, মালদা)।
৩) বহরমপুর বিতরণ কেন্দ্র (মুর্শিদাবাদ)।
৪) নদিয়া ইংলিশ মিডিয়াম মডেল মাদ্রাসা (নদিয়া)।
৫) সামসিয়া হাই-মাদ্রাসা (দার্জিলিং)।
৬) সুকতাবারি এক্রামিয়া হাই-মাদ্রাসা (কোচবিহার)।
৭) পরমহংসপুর বরকাতিয়া হাই-মাদ্রাসা (পূর্ব মেদিনীপুর)।
৮) এস এম আই হাই মাদ্রাসা (পশ্চিম মেদিনীপুর)।
৯) বর্ধমান হাই-মাদ্রাসা (বর্ধমান)।
১০) কেঁথারডাঙা হাই-মাদ্রাসা (বাঁকুড়া)।
১১) হামিদিয়া হাই-মাদ্রাসা (বীরভূম)।