পরীক্ষা শুরুর আগেই সাংবাদিক বৈঠক করে পরীক্ষার নানা নিয়ম নীতি স্পষ্ট করল সংসদ। সকাল ৯টা ৪৫ মিনিট থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। এর আগে সকাল ১১টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এখন প্রার্থীদের সকাল ৯টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে হবে। এ বছর প্রায় ৭ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। গত বছর যা ছিল ৮ লক্ষ ৫৩ হাজার। গত বছরের তুলনায় এই বছর কমেছে পরীক্ষার্থীর সংখ্যা।
advertisement
আরও পড়ুন: গত বছরের চেয়ে বাড়ল ছাত্রছাত্রীর সংখ্যা! উচ্চ মাধ্যমিক শুরুর আগেই নয়া নজির জেলায়
যদিও পূর্ব মেদিনীপুর জেলায় ছবিটা একটু অন্যরকম। পূর্ব মেদিনীপুরে গত বছরের তুলনায় এই বছর বেড়েছে ছাত্রছাত্রীর সংখ্যা। অন্যদিকে ছাত্রদের শতকরা হার ৪৩.৪৮ ও এবং ছাত্রীদের ক্ষেত্রে শতকরা হার ৫৬.৫৩ শতাংশ। ছাত্রীদের সংখ্যা ছাত্রদের তুলনায় ১ লক্ষ ৩ হাজার ৫৩ জন বেশি।
এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় কী কী বিশেষ নিয়ম রয়েছে, নীচে তার তালিকা দেওয়া হল
১) মূল গেটে সিসিটিভি থাকবে।
২) ভেনু সুপারভাইজার এর ঘরেও সিসিটিভি থাকবে।
৩) প্রতিটি ঘরে ২ জন করে গার্ড দেবেন।
৪) ২৫ জন করে ছাত্র পিছু একজন করে invigilator থাকবেন ঘরে।
৫) সব প্রশ্নপত্রের সিরিয়াল নম্বর বা ক্রমিক সংখ্যা থাকবে। এর দরুন কোনও একটি প্রশ্ন পত্র সম্পর্কে সংসদের কাছে পুরো তথ্য থাকবে।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে দেওয়া হয়েছে হেল্পলাইন নম্বর:০৩৩ ২৩৩৭ ০৭৯২ এই নম্বরে যে কেউ ফোন করে তাদের সমস্যা বলতে পারেন। অসাধু চক্র ছাত্র ছাত্রীদের বিভ্রান্ত করতে পারে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আবেদন, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, পরীক্ষার সময় কোনও লাউড স্পিকার ব্যবহার করা যাবে না।
পরীক্ষার রুটিন
১৬ফেব্রুয়ারি- শুক্রবার – বাংলা(এ), ইংরাজি(এ), নেপালি(এ), উর্দু, সাঁওতালি, তেলুগু, গুজরাতি, পাঞ্জাবি, ওড়িয়া
১৭ফেব্রুয়ারি- শনিবার- হেলথ্ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড, রিটেইলিং, সিকিয়োরিটি, আইটি এবং আইটিএস, ইলেকট্রনিকস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপারেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার, পাওয়ার-বৃত্তিমূলক বিষয়
১৭ফেব্রুয়ারি- সোমবার-ইংরেজি(বি), বাংলা(বি), হিন্দি(বি), নেপালি(বি), অল্টারনেটিভ ইংরেজি,
২০ ফেব্রুয়ারি- মঙ্গলবার- অর্থনীতি
২১ ফেব্রুয়ারি- বুধবার-পদার্থবিদ্যা, পুষ্টিবিদ্যা, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি,
২২ফেব্রুয়ারি- বৃস্পতিবার- কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশবিদ্যা, হেলথ্ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজ্যুয়াল আর্টস,
২৩ফেব্রুয়ারি-শুক্রবার-কর্মাশিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং দর্শন, সমাজবিদ্যা
২৪ফেব্রুয়ারি-শনিবার-রসায়ন, সাংবাদিকতা এবং গণজ্ঞাপণ, সংস্কৃত, ফারসি, আরবি, ফরাসি
২৭ ফেব্রুয়ারি-মঙ্গলবার-অঙ্ক, মনোবিদ্যা, নৃতত্ত্ব, কৃষিবিদ্যা, ইতিহাস
২৭ ফেব্রুয়ারি-বুধবার-জীববিদ্যা, বিজনেস স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান
২৯ ফেব্রুয়ারি-বৃহস্পতিবার-সংখ্যাতত্ত্ব, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট