কান্দি রাজা মনীন্দ্রচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এবছর উচ্চ মাধ্যমিক প্রথম সেমিস্টারের পরীক্ষা দিচ্ছেন ১৯৯ পড়ুয়া। সেমেস্টার ভিত্তিক পরীক্ষা শুরু হতেই অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে পড়ুয়ারা। আর এখানেই তৈরি হয় প্রবল সমস্যা। জানা গিয়েছে, কলা বিভাগের দ্বাদশ শ্রেণির ৪২ ছাত্রী যে অ্যাডমিট কার্ড হাতে পেয়েছে, তাদের ‘এডুকেশন’ বিষয় পাঠ্যে থাকলেও অ্যাডমিট কার্ডে তার কোনও উল্লেখ নেই।
advertisement
আরও পড়ুনঃ পুজোর আগে অশান্ত নেপাল, সান্দাকফু যাওয়ার প্ল্যান? হোটেল, হোমস্টে বুক করেছেন? দুশ্চিন্তায় পর্যটকরা
পড়ুয়াদের অভিযোগ, স্কুলের গাফিলতির কারণেই অ্যাডমিট কার্ডে নাম আসেনি। আর যার কারণে পরীক্ষার আগের দিন সমস্যায় পড়েছে তারা। বিষয়টি জানানো হয় স্কুল কর্তৃপক্ষকে, কিন্তু স্কুল কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব দিতে একেবারে নারাজ ছিলেন। আর তারপরেই বিষয়টি জানানো হয় কান্দি থানার আইসি মৃণাল সিনহাকে। মৃনাল সিনহা তড়িঘড়ি কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক ও কান্দির বিধায়ক অপূর্ব সরকারকে বিষয়টি জানান। বৃহস্পতিবার বিকালে উচ্চ শিক্ষা দফতরের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করেন কান্দির বিধায়ক।
বৃহস্পতিবার সন্ধ্যায় কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটকের কাছে যান ৪২ ছাত্রী এবং সঙ্গে তাদের অভিভাবকরা। দীর্ঘক্ষণ আলোচনার পর এবং উচ্চ শিক্ষা দফতরের সঙ্গে বিধায়ক অপূর্ব সরকার সরাসরি কোথা বলেন। তারপরেই জানানো হয় আগামিকাল শুক্রবার ‘এডুকেশন’ পরীক্ষা দিতে পারবেন তাঁরা। কান্দি পৌরসভার চেয়ারম্যান তথা স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি জয়দেব ঘটক বলেন, আমরা বিষয়টি জানার পরই তড়িঘড়ি বিধায়ককে জানাই। আজ উচ্চ শিক্ষা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে শুক্রবার তারা পরীক্ষা দিতে পারবে। যদিও অ্যাডমিট কার্ডে সংশোধন হবে ২৩ সেপ্টেম্বর। কী কারণে ও কার গাফিলতিতে এই ছাত্রীদের পরীক্ষা অনিশ্চিয়তা তৈরি হয় তা তদন্ত করে দেখা হবে।