TRENDING:

IIT Kharagpur: খনিতে কাজ হবে আরও সহজ, বাড়বে নিরাপত্তা? এবার একসঙ্গে কাজ করবে আইআইটি খড়গপুর-ধানবাদ মাইনস সেফটি

Last Updated:

এই বিশেষ পার্টনারশিপের মধ্য দিয়ে ভারতের খনি খাতে নিরাপত্তা মান বৃদ্ধি, গবেষণার অগ্রগতি এবং টেকসই প্রবৃদ্ধির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে আইআইটি খড়গপুর এবং ধানবাদের মাইনস সেফটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: এবার উন্নততর প্রযুক্তি এবং পড়াশোনার গুণগত মানের বৃদ্ধির জন্য আইআইটি খড়গপুরের বিশেষ উদ্যোগ। প্রযুক্তিতে প্রশিক্ষণ, ছাত্র-ছাত্রীদের জন্য ইন্টার্নশিপ, সেমিনার কনফারেন্স এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রযুক্তি নির্ভর কর্মশালা আয়োজনের জন্য আইআইটি খড়গপুর, ধানবাদের মাইনস সেফটি ডিরেক্টরেট জেনারেল (ডিজিএমএস) এর সঙ্গে বিশেষ চুক্তি স্বাক্ষর করে। মৌ স্বাক্ষরের মধ্য দিয়ে আইআইটি খড়গপুর এবং মাইনস সেফটি বিশেষভাবে কাজ করবে।
সাক্ষরিত হল মৌ
সাক্ষরিত হল মৌ
advertisement

ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীনস্থ খনি সুরক্ষা অধিদফতর (ডিজিএমএস) এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর খনি শিল্পে টেকসই এবং নিরাপদ অনুশীলনগুলিকে উৎসাহিত করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক বা মৌ এর মাধ্যমে একটি সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন করেছে। ধানবাদের ডিজিএমএস সদর দফতরে ডিজিএমএস-এর ডিরেক্টর (বিজ্ঞান ও প্রযুক্তি) সাইফুল্লাহ আনসারি এবং আইআইটি খড়গপুরের ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার বিভাগের ডিন অধ্যাপক গার্গী দাস এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ছিলেন ডিজিএমএসের ডেপুটি ডিরেক্টর উজ্জ্বল তাহ, আইআইটি খড়গপুরের অধ্যাপক বিশ্বজিৎ সামন্ত, খনি প্রকৌশল বিভাগের প্রধান এবং অধ্যাপক দেবাশিস দেব সহ অন্যরা।

advertisement

আরও পড়ুন: হচ্ছেটা কী! পঞ্চায়েত অফিস না অন্যকিছু…! দেখতে ছুটে আসছেন ভিন জেলার মানুষজনরা

View More

পশ্চিম মেদিনীপুরের আইআইটি সূত্রে খবর, এই বিশেষ মৌ স্বাক্ষরের মধ্য দিয়ে খনির কার্যক্রমে যৌথ গবেষণা ও উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি কর্মসূচি এবং রিফ্রেশারদের প্রশিক্ষণ, শিক্ষার্থীদের ইন্টার্নশিপ এবং যৌথভাবে আয়োজিত সম্মেলন, সেমিনার এবং প্রযুক্তিগত অনুষ্ঠান আয়োজিত করবে। যার ফলে আইআইটির সঙ্গে মাইনস সেফটির এক শিক্ষা সম্বন্ধীয় সম্পর্ক গড়ে উঠবে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এই বিশেষ পার্টনারশিপের মধ্য দিয়ে ভারতের খনি খাতে নিরাপত্তা মান বৃদ্ধি, গবেষণার অগ্রগতি এবং টেকসই প্রবৃদ্ধির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে আইআইটি খড়গপুর এবং ধানবাদের মাইনস সেফটি। স্বাভাবিকভাবে এই বিশেষ সমঝোতা স্বাক্ষর যে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তা বলার অপেক্ষা রাখে না।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
IIT Kharagpur: খনিতে কাজ হবে আরও সহজ, বাড়বে নিরাপত্তা? এবার একসঙ্গে কাজ করবে আইআইটি খড়গপুর-ধানবাদ মাইনস সেফটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল