এবারের পরীক্ষায় পাশের হার ৮৮.৪৪ শতাংশ। ছেলেদের পাশের হার ৮০ শতাংশ। মেয়েদের পাশের হার ৮৬.৫৮ শতাংশ। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের সংখ্যা তুলনামূলক বেশি। ছাত্রদের তুলনায় ৬৫,৪৬৮ জন বেশি ছাত্রী। রেকর্ড গড়ে প্রথম দশে ২৭২ জন রয়েছেন এ বছর। তাদের মধ্যে ছাত্রের সংখ্যা ১৪৪ জন। ১২৮ জন ছাত্রী। প্রথম হওয়া অদিশা দেবশর্মা কোচবিহারের দিনহাটা দেবী জৈন হাইস্কুলের ছাত্রী। দ্বিতীয় স্থানাধিকারী সায়নদীপ সামন্ত পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
advertisement
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত, পাশের হার ৮৮.৪৪ শতাংশ
সফল পরীক্ষার্থীদের ট্যুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'শুভেচ্ছা জানাই আমাদের সকল সফল ও মেধাতালিকাভুক্ত উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের। জেলার ছেলেমেয়েরা অসামান্য ফল করেছেন। শহরের পড়ুয়ারাও আমাদের গর্বিত করেছেন। অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, স্কুলকে অভিনন্দন জানাই। সংসদ এবার খুব তাড়াতাড়ি ফল প্রকাশ করেছে। পরের বছরের দিনক্ষণও প্রকাশিত। যাঁরা আশানুরূপ ফল করেননি তাঁদের ভবিষ্যতের ভালো করার চেষ্টা করতে হবে।'
আরও পড়ুন: রেকর্ড দিনে এবারের উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ
এদিন ফল প্রকাশের সময়ই পরের বছরের একাদশ বার্ষিক ও পরের বছরের উচ্চ মাধ্যমিকের দিন ঘোষণা করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। ২০২৩ সালের একাদশ বার্ষিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হবে ১৪ মার্চ, শেষ হবে ২৭ মার্চ। বিস্তারিত সূচি সংসদের ওয়েবসাইটে পাওয়া যাবে। পূর্ণাঙ্গ সিলেবাসের উপরেই পরীক্ষা হবে। ২০২৩ সালে অন্য স্কুলে গিয়েই পরীক্ষা হবে। এ বছরের মতো হোম সেন্টারে পরীক্ষা আর হবে না।