TRENDING:

CM Mamata Banerjee on HS Result: উচ্চ মাধ্যমিকের রেজাল্টে রেকর্ড মেধাতালিকা, পড়ুয়াদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated:

সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছাবার্তা দিয়ে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (CM Mamata Banerjee on HS Result)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ফল প্রকাশিত হল এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার। এই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৪৫ হাজার ৬৬। এর মধ্যে ছাত্র রয়েছে ৩ লক্ষ ৩৭ হাজার ২৮ জন। ছাত্রীর সংখ্যা ৪ লক্ষ ৮ হাজার ৩৮ জন। বিগত দু'বছর পর এই বছর নিয়ম মেনে অফলাইন মোডেই নেওয়া হয়েছিল পরীক্ষা। নিজেদের স্কুলে হোম সেন্টারেই হয়েছে পরীক্ষা। ১০ দিন পর মিলবে মার্কশিট। আগামী ২০ জুন মার্কশিট হাতে পাবেন পরীক্ষার্থীরা। সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছাবার্তা দিয়ে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (CM Mamata Banerjee on HS Result)
CM Mamata Banerjee on HS Result
CM Mamata Banerjee on HS Result
advertisement

এবারের পরীক্ষায় পাশের হার ৮৮.৪৪ শতাংশ। ছেলেদের পাশের হার ৮০ শতাংশ। মেয়েদের পাশের হার ৮৬.৫৮ শতাংশ। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের সংখ্যা তুলনামূলক বেশি। ছাত্রদের তুলনায় ৬৫,৪৬৮ জন বেশি ছাত্রী। রেকর্ড গড়ে প্রথম দশে ২৭২ জন রয়েছেন এ বছর। তাদের মধ্যে ছাত্রের সংখ্যা ১৪৪ জন। ১২৮ জন ছাত্রী। প্রথম হওয়া অদিশা দেবশর্মা কোচবিহারের দিনহাটা দেবী জৈন হাইস্কুলের ছাত্রী। দ্বিতীয় স্থানাধিকারী সায়নদীপ সামন্ত পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

advertisement

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত, পাশের হার ৮৮.৪৪ শতাংশ

সফল পরীক্ষার্থীদের ট্যুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'শুভেচ্ছা জানাই আমাদের সকল সফল ও মেধাতালিকাভুক্ত উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের। জেলার ছেলেমেয়েরা অসামান্য ফল করেছেন। শহরের পড়ুয়ারাও আমাদের গর্বিত করেছেন। অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, স্কুলকে অভিনন্দন জানাই। সংসদ এবার খুব তাড়াতাড়ি ফল প্রকাশ করেছে। পরের বছরের দিনক্ষণও প্রকাশিত। যাঁরা আশানুরূপ ফল করেননি তাঁদের ভবিষ্যতের ভালো করার চেষ্টা করতে হবে।'

advertisement

আরও পড়ুন: রেকর্ড দিনে এবারের উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এদিন ফল প্রকাশের সময়ই পরের বছরের একাদশ বার্ষিক ও পরের বছরের উচ্চ মাধ্যমিকের দিন ঘোষণা করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। ২০২৩ সালের একাদশ বার্ষিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হবে ১৪ মার্চ, শেষ হবে ২৭ মার্চ। বিস্তারিত সূচি সংসদের ওয়েবসাইটে পাওয়া যাবে। পূর্ণাঙ্গ সিলেবাসের উপরেই পরীক্ষা হবে। ২০২৩ সালে অন্য স্কুলে গিয়েই পরীক্ষা হবে। এ বছরের মতো হোম সেন্টারে পরীক্ষা আর হবে না।

advertisement

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
CM Mamata Banerjee on HS Result: উচ্চ মাধ্যমিকের রেজাল্টে রেকর্ড মেধাতালিকা, পড়ুয়াদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল