TRENDING:

Visva Bharati University: রবি ঠাকুরের বিশ্বভারতীতে পড়তে আগ্রহী নন ছাত্রছাত্রীরা, ভর্তির হার কমছে! কেন এমন অবস্থা?

Last Updated:

Visva Bharati University: বাঙালির জন্য বড় দুঃখের হলেও, এটাই বাস্তবচিত্র। রবীন্দ্রনাথের স্মৃতিধন্য বিশ্বভারতীতে কী আগ্রহ হারাচ্ছে পড়ুয়ারা? কী বলছেন শিক্ষাবিদরা?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: বীরভূমের মধ্যে অবস্থিত বোলপুর শান্তিনিকেতন। আর এই বোলপুর শান্তিনিকেতন একদিকে যেমন কবিগুরুর জন্য পরিচিত অন্যদিকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জন্যও দেশ ছাড়িয়ে বিদেশের সাধারণ মানুষ থেকে ছাত্র-ছাত্রীদের কাছেও পরিচিত এই নাম। আর এই বোলপুর বিশ্বভারতী শান্তিনিকেতনে যেন এক টুকরো শোকের ছায়া! আপনি কী আপনি ভাবছেন কী এমন হলও যার জন্য এই শোকের ছায়া!
advertisement

মূলত জানা গিয়েছে প্রথাগত শিক্ষার বাইরের বিভাগেও সিট ফাঁকা, আগ্রহ হারাচ্ছে ছাত্রসমাজ। জাতীয় স্তরের সেন্ট্রাল ইউনিভার্সিটি হিসেবে পরিচিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় একসময় ছিল বিকল্প শিক্ষার পথিকৃৎ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় সংগীত ভবন, কলাভবন, চাইনিজ, জাপানিজ, টিবেটিয়ান ভাষা বিভাগের মতো প্রথাগত শিক্ষার বাইরের নানা বিষয়ে শিক্ষাদানের জন্য বিশেষভাবে পরিচিত ছিল।

advertisement

আরও পড়ুন: ফের সিদ্ধান্ত বদল, প্রাথমিকের প্রশ্নপত্র তৈরি করবে স্কুলই, কী কারণে পিছিয়ে গেল পর্ষদ?

একসময় যেখানে এসব বিভাগে ভর্তি হতে ছাত্রছাত্রীরা লাইন দিতেন, সেখানে আজ সিট পড়ে আছে ফাঁকা। সাম্প্রতিক CUET (Common University Entrance Test) পরীক্ষার ফলাফলের পর বিশ্বভারতীতে ভর্তির তালিকা প্রকাশ হতেই সামনে এসেছে উদ্বেগজনক চিত্র। সিট সংখ্যা থাকলেও অধিকাংশ বিভাগেই ভর্তির হার আশানুরূপ নয়। বিশেষ করে চাইনিজ, জাপানিজ, টিবেটিয়ান ইত্যাদি বিভাগে যা একসময় বিশ্বভারতীর গর্ব ছিল, সেখানেও ভর্তির হার অনেকটাই কম।

advertisement

View More

আরও পড়ুন: সুবর্ণ সুযোগ! ২০২৫ সালে বিনামূল্যে কোথায় পড়াশোনা করার সুযোগ? ‘FULL’ স্কলারশিপ নিয়ে বিশদে জানুন

শিক্ষা মহলের একাংশ মনে করছেন, এর মূল কারণ বিশ্ববিদ্যালয়ের ক্রমাগত র‍্যাংকিং অবনমন। অন্যদিকে, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও পড়াশোনা শেষ করার পর ভাল চাকরির সুযোগ, ক্যাম্পাস রিক্রুটমেন্ট এবং ভবিষ্যতের নিশ্চয়তা নিয়ে প্রশ্ন উঠছে। ফলে, ছাত্রছাত্রীরা অল ইন্ডিয়া র‍্যাংকিং-এ এগিয়ে থাকা অন্য বিশ্ববিদ্যালয়ের দিকেই ঝুঁকছেন। পুনরায় আবার স্বমহিমায় ফিরে আসুক বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চাইছেন সকলেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে প্রায় ৩০০ বছরেরও বেশি প্রাচীন একটি রাজবাড়ি, এক টুকরো ইতিহাস
আরও দেখুন

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Visva Bharati University: রবি ঠাকুরের বিশ্বভারতীতে পড়তে আগ্রহী নন ছাত্রছাত্রীরা, ভর্তির হার কমছে! কেন এমন অবস্থা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল