কলকাতা বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য হলেন আশুতোষ ঘোষ। সরলেন বর্তমান উপাচার্য শান্তা দত্ত। যাদবপুর বিশ্ববিদ্যালয় উপাচার্য হলেন বর্তমান উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়, ঝাড়গ্রামের সাধু রামচাঁদ মুরমু বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় এবং কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল। গতকালই এই ছয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন রাজ্যপাল।
advertisement
এক নজরে দেখে নিন রাজ্যের বিশ্ববিদ্যালয়ে নতুন ৬ উপাচার্যের নাম–
অধ্যাপক (ড.) আবু তালেব খান, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়
অধ্যাপক চন্দ্রদীপা ঘোষ, সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়, ঝাড়গ্রাম
অধ্যাপক (ড.) আশিস ভট্টাচার্য, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়
অধ্যাপক (ড.) আশুতোষ ঘোষ, কলকাতা বিশ্ববিদ্যালয়
অধ্যাপক (ড.) উদয় বন্দ্যোপাধ্যায়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়
অধ্যাপক (ড.) চিরঞ্জীব ভট্টাচার্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়
গত দু’বছর ধরে রাজ্যের আটটি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নেই। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কয়েকদিন আগে রাজ্যের আটটি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্যের নাম ঘোষণা করা হয়। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অর্ণব সেন এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্য়ালয়ে স্থায়ী উপাচার্য হিসেবে ওমপ্রকাশ মিশ্রের নামে রাজ্যপালের আপত্তি রয়েছে। ফলে এই দুই বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য এখনও ঠিক হয়নি।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
