TRENDING:

Recruitment 2022: পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আওতায় ৯৩৬ পদে নিয়োগ, জানুন খুঁটিনাটি

Last Updated:

এক বিজ্ঞপ্তি জারি করে রেডিও কার্ডে হেড অপারেটর ও হেড অপারেটর (মেকানিক) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। (Recruitment 2022)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি উত্তরপ্রদেশ পুলিশ রিক্রুটমেন্ট এবং প্রোমোশন বোর্ডের (Uttar Pradesh Police Recruitment and Promotion Board) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে রেডিও কার্ডে হেড অপারেটর ও হেড অপারেটর (মেকানিক) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা উত্তরপ্রদেশ পুলিশ রিক্রুটমেন্ট এবং প্রোমোশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে uppbpb.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।
Recruitment 2022
Recruitment 2022
advertisement

UP Police Recruitment 2022: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। আবেদনের শেষ দিন ২৮ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

advertisement

আরও পড়ুন: মাসে ১ লক্ষ টাকারও বেশি বেতনে ইন্ডিয়ান এয়ারফোর্সে নিয়োগ, আজই আবেদনের শেষ দিন

UP Police Recruitment 2022: শূন্য পদের সংখ্যা

প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৯৩৬টি শূন্য পদ রয়েছে বলে জানানো হয়েছে।

UP Police Recruitment 2022: আবেদন ফি

প্রার্থীদের আবেদন ফি হিসাবে ৪০০ টাকা দিতে হবে।

advertisement

বিশদ বিজ্ঞপ্তির লিঙ্ক http://uppbpb.gov.in/notice/VIG3_06012022.pdf

সরাসরি আবেদন ইচ্ছুক প্রার্থীরা এই লিঙ্কটি http://uppbpb.gov.in/ ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন: বিভিন্ন পদে নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, রইল আবেদনের বিস্তারিত বিবরণ

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: উত্তর প্রদেশ পুলিশ রিক্রুটমেন্ট এবং প্রমোশন বোর্ড (Uttar Pradesh Police Recruitment and Promotion Board)
পদের নাম: হেড অপারেটর ও হেড অপারেটর (মেকানিক)
শূন্য পদের সংখ্যা: ৯৩৬
কাজের স্থান:  উত্তরপ্রদেশ
কাজের ধরন: সরকারি কাজ
নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু:   চলছে
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: প্রতি মাসে ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা
আবেদন পদ্ধতি: অনলাইন

advertisement

আবেদনের শেষ দিন: ২৮.০২.২০২২

UP Police Recruitment 2022: বয়সসীমা

২০ থেকে ২৮ বছরের মধ্যে বয়সী প্রার্থীরা পদগুলির জন্য আবেদন করার যোগ্য।

প্রার্থীদের অবশ্যই মনে রাখবেন যে, ২৮ ফেব্রুয়ারি, ২০২২, আবেদন করার শেষ তারিখ এবং এর পরে, কোনও আবেদন গ্রহণ করা হবে না।

UP Police Recruitment 2022: বেতন স্কেল

advertisement

নির্বাচিত প্রার্থীরা ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকার মধ্যে মাসিক বেতন পাবেন।

UP Police Recruitment 2022: শূন্য পদের বিস্তারিত বিবরণ

জেনারেল ক্যাটেগরি- ৩৭৯টি পদ

অর্থনৈতিক ভাবে অনগ্রসর শ্রেণি– ৯২টি পদ

ওবিসি– ২৫২টি পদ

তফসিলি জাতি- ১৮টি পদ

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

তফসিলি উপজাতি- ১৯৫টি পদ

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment 2022: পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আওতায় ৯৩৬ পদে নিয়োগ, জানুন খুঁটিনাটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল