ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে ২০২৪ সালের সিভিল সার্ভিস পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই চূড়ান্ত ফলাফল দেখতে পারবেন প্রার্থীরা। এই পরীক্ষায় এই বছর বিভিন্ন বিভাগে উত্তীর্ণ হয়েছেন ১০০৯ জন প্রার্থী। পরীক্ষার নিয়োগ পদ্ধতিকে তিন ভাবে বিভক্ত। প্রিলিমিনারি পরীক্ষা, মেন পরীক্ষা এবং পার্সোলনিটি পরীক্ষা।
আরও পড়ুন: ২ মে মাধ্যমিকের ফলপ্রকাশ, কোথায়-কখন-কোন লিঙ্কে রেজাল্ট দেখা যাবে? এক ক্লিকে জানুন
advertisement
২০২৪ সালের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ পেয়েছে। এই বছর দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন শক্তি দুবে এবং দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন হর্ষিতা গোয়েল। কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে যে সমস্ত লড়াই জেতা সম্ভব তা আরও একবার প্রমাণ করে দিয়েছেন নদিয়ার রানাঘাটের বাসিন্দা রাজদীপ ঘোষ।
আরও পড়ুন: ৭ বছর বয়সে করেছিল অপারেশন, ‘বিশ্বের সবচেয়ে কমবয়সি সার্জন’ আকৃতকে চেনেন?
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুন আয়োজিত হয়েছিল ইউপিএসসির সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা আর এরপরে ২০ সেপ্টেম্বর এবং ২৯ সেপ্টেম্বর তারিখে আয়োজিত হয়েছিল সিভিল সার্ভিসের মেনস পরীক্ষা। চূড়ান্ত ধাপে এই বছর ২০২৫ সালে ৭ জানুয়ারি থেকে ১৭ এপ্রিল পর্যন্ত চলেছিল ইন্টারভিউ আর এই তিন ধাপের পরেই চূড়ান্ত ফলাফল প্রকাশ পায়।
মৈনাক দেবনাথ