UPSC Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৭ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
UPSC Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৭৮টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
UPSC Recruitment 2022: শূন্যপদের বিস্তারিত বিবরণ
অ্যাসিস্ট্যান্ট এডিটর (ওড়িয়া) | ১টি পদ |
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (কোস্ট) | ১৬টি পদ |
ইকোনমিক অফিসার- | ৪টি পদ |
অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার | ১টি পদ |
মেকানিক্যাল মেরিন ইঞ্জিনিয়ার | ১টি পদ |
লেকচারার | ৪টি পদ |
সায়েন্টিস্ট ‘বি’ (ডকুমেন্ট) | ২টি পদ |
কেমিস্ট | ৫টি পদ |
জুনিয়র মাইনিং জিওলজিস্ট | জুনিয়র মাইনিং জিওলজিস্ট |
রিসার্চ অফিসার | ১টি পদ |
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর- ৭টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (Union Public Service Commission)
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট এডিটর (ওড়িয়া), অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (কোস্ট), ইকোনমিক অফিসার, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, মেকানিক্যাল মেরিন ইঞ্জিনিয়ার, লেকচারার, সায়েন্টিস্ট ‘বি’ (ডকুমেন্ট), কেমিস্ট, জুনিয়র মাইনিং জিওলজিস্ট, রিসার্চ অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর
শূন্যপদের সংখ্যা: ৭৮
কাজের স্থান: কিছু জানানো হয়নি
কাজের ধরন: কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ২৭.০১.২০২২
আরও পড়ুন- শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে ব্যাঙ্ক অফ বরোদায় শূন্যপদে নিয়োগ! আজই আবেদন করুন...
UPSC Recruitment 2022: আবেদনের যোগ্যতা
যে প্রার্থীরা পদগুলির জন্য আবেদন করতে চান তাঁরা শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও অন্যান্য বিষয় এখানে উপলব্ধ বিস্তারিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারেন-
https://www.upsc.gov.in/sites/default/files/Advt-No-01-2022-engl-070122.pdf
আরও পড়ুন- কারেন্সি নোট প্রেসে বিপুল নিয়োগ, আবেদনের শেষ দিন ২৫ জানুয়ারি!
UPSC Recruitment 2022: আবেদন ফি
প্রার্থীদের আবেদন ফি বাবদ ২৫ টাকা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা এসবিআই ক্যাশ বা নেট ব্যাঙ্কিং/ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড ইত্যাদির মাধ্যমে আবেদন ফি দিতে পারেন। SC/ST/PwBD এবং মহিলা প্রার্থীদের জন্য আবেদন ফি মকুব করা হয়েছে।