আরও পড়ুনঃ রক্তাক্ত কাশ্মীর! মৃত্যু বেড়ে ২৭, জম্মু কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গিহানায় আহত বহু
উত্তর্ণীদের মতে, কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে যে সমস্ত লড়াই জেতা সম্ভব তা আরও একবার প্রমাণ করে দিয়েছেন শক্তি দুবে। এই বছর অর্থাৎ ২০২৪-এর ব্যাচের জন্য আইএএস হিসেবে পদে নিয়োগ করা হবে ১৮০ জন প্রার্থীকে। এটিই সিভিল সার্ভিসের সবথেকে মর্যাদাপূর্ণ পদ হিসেবে গণ্য করা হয়। এর মধ্যে ৭৩টি পদ রয়েছে অসংরক্ষিতদের জন্য, ২৪টি রয়েছে এসসি ও ১৩টি রয়েছে এসটি সম্প্রদায়ের জন্য, ৫২টি পদ ওবিসি এবং ১৮টি পদ ইডব্লিউএস প্রার্থীদের জন্য।
advertisement
আরও পড়ুনঃ রাতে ভাত খেতেই হবে? না খেলেই মন আনচান? বড় ভুল করছেন না তো! জানুন সত্যিটা!
আর একইসঙ্গে এই বছর আইপিএসের জন্য পদ ঘোষণা হয়েছে ১৫০টি। এর মধ্যে ৬০টি পদ অসংরক্ষিতের জন্য, ২৩টি এসসি, ১০টি পদ এসটি, ৪২টি পদ ওবিসি, ১৫টি পদ ইডব্লিউএস প্রার্থীদের জন্য সংরক্ষিত হয়েছে।