TRENDING:

Question Paper Leaked: ২৪ জেলায় দ্বাদশ শ্রেণির ইংরেজি প্রশ্নপত্র ফাঁস! শোরগোল উত্তরপ্রদেশে

Last Updated:

UPMSP-র তরফে সরকারি ভাবে বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করা হয়েছে (Question Paper Leaked)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ: উত্তরপ্রদেশে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় ইংরেজি প্রশ্নপত্র ফাঁস (Question Paper Leaked)। ৩০ মার্চ, বুধবার এই ইংরেজি পরীক্ষা হওয়ার কথা ছিল। রাজ্যের ২৪টি জেলায় এই পরীক্ষা বাতিল করা হয়েছে। আজকের পরীক্ষা বাতিল করা হয়েছে (Question Paper Leaked)। এর পরে আরও কড়াকড়ি নিরাপত্তায় এই পরীক্ষার নতুন দিন ঘোষণা করে পরীক্ষা নেওয়া হবে। UPMSP-র তরফে সরকারি ভাবে বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করা হয়েছে (Question Paper Leaked)।
Question Paper Leaked
Question Paper Leaked
advertisement

আরও পড়ুন: গরমের দুপুরে আরও উত্তাপ বাড়ালেন মালাইকা অরোরা, এই ছবিগুলি মিস করবেন না...

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 'প্রশ্নপত্র ফাঁস হওয়ার ফলে ৩০.০৩.২০২২-এর দুপুর ২টোর ইংরেজি পরীক্ষা বাতিল করা হয়েছে। ২৪ টি জেলায় পরীক্ষা বাতিল করা হয়েছে। বাকি জেলাগুলিতে পরীক্ষা যেমন হওয়ার তেমনই হবে।' উত্তরপ্রদেশ বোর্ড এই পরীক্ষার জন্য একাধিক প্রশ্নপত্র তৈরি করেই রেখেছিল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ৩১৬ ই ডি ও ৩১৬ ই আই সিরিজের প্রশ্নপত্র ফাঁস হয়েছে।

advertisement

আরও পড়ুন: উত্তরবঙ্গে শেষ হল গন্ডার সুমারি, রিপোর্টে থাকবে চমক! দাবি বন দফতরের

২৪টি জেলায় এই পরীক্ষা বাতিল করা হয়েছে। আগ্রা, মইনপুর, মথুরা, আলিগড়, গাজিয়াবাদ, বাগপত, বদায়ঁু, শাহজাহানপুর, উন্নাও, সীতাপুর, ললিতপুর, মাহোবা, জালায়ুঁ, চিত্রকূট, আমবেদকরনগর, প্রতাপগড়, গোন্ডা, গোরাখপুর, আজমগড়, বালিয়া, বারাণসী, কানপুর দেহাত, এতাহ ও শামলিতে পরীক্ষা বাতিল করা হয়েছে। বোর্ড আগে দাবি করেছিল, প্রশ্নপত্র ফাঁস যাতে না হয় তার জন্য কড়া ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু তার পরেও ফাঁস প্রশ্ন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

প্রায় ৪.১৮ লক্ষ দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়া প্রথম দিনই পরীক্ষা দিতে আসেননি। সম্প্রতি কয়েক বছরে একবারে এত পড়ুয়া পরীক্ষা বাতিল করেনি।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Question Paper Leaked: ২৪ জেলায় দ্বাদশ শ্রেণির ইংরেজি প্রশ্নপত্র ফাঁস! শোরগোল উত্তরপ্রদেশে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল