আরও পড়ুন- বিচিত্র: দুই স্বামীকে ছেড়ে বউ পালাল তৃতীয় পুরুষের সঙ্গে! স্ত্রীকে ফেরাতে থানায় দুই স্বামী!
“এই বছর, জাতীয় শিক্ষানীতির অধীনে শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি ৪ বছরের সমন্বিত শিক্ষক শিক্ষা কর্মসূচি বা আইটিপি পাইলট মডেল চালু করা হবে। এটি শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি করবে এবং শিক্ষার্থীদের পূর্ণ বিকাশ ঘটাবে,” ট্যুইট করেছেন শিক্ষামন্ত্রী।
advertisement
ধর্মেন্দ্র প্রধান আরও জানান, শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করার লক্ষ্যে ওড়িশা সহ ভারত জুড়ে প্রধানমন্ত্রী শ্রী স্কুল স্থাপন করা হবে। “ভারত সরকার নতুন স্কুলে নয়, পুরনো স্কুলেই এই স্কুল প্রতিষ্ঠায় সহায়তা করবে,” বলেন মন্ত্রী।
আরও পড়ুন- "আগামী 'আচ্ছে দিন' আরও বেশি "আচ্ছে" হতে চলেছে" দাবি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের
তিনি আরও জানান, ওড়িশায় শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা প্রদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদি সরকারের সরাসরি তত্ত্বাবধানে আরও কেন্দ্রীয় বিদ্যালয়, নবদোয় এবং একলব্য বিদ্যালয় স্থাপন করা হবে। ধর্মেন্দ্র প্রধানের মতে, সামগ্রিক শিক্ষা পরিকল্পনায় আগামী চার বছরে ৩ লক্ষ কোটি টাকা খরচ হবে এবং ওড়িশা রাজ্য সহ দেশের শিক্ষার মান উন্নত হবে।