জুলাইয়ের ১৫ তারিখই স্নাতকে ভর্তির আবেদনের সময়সীমা ১০ দিন বাড়ান হয়েছিল সরকারের তরফ থেকে। জানানো হয়েছিল, ২৫ জুলাই পর্যন্ত অভিন্ন পোর্টালের মাধ্যমে আবেদন ও রেজিস্ট্রেশন করতে পারবেন ছাত্রছাত্রীরা। উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশের ৪১ দিনের মাথায় ১৮ জুন থেকে শুরু হয়েছিল সেন্ট্রালাইজ অ্যাডমিশন। প্রথম পর্যায়ের প্রথম পর্যায়ে পোর্টালে আবেদন এবং রেজিস্ট্রেশনের শেষ দিন ছিল ১ জুলাই। তা বৃদ্ধি করে করা হয় ১৫ জুলাই। দ্বিতীয়বার আরও ১০ দিনের সময়সীমা বৃদ্ধি করা হয় উচ্চশিক্ষা দফতরের তরফ থেকে। এবার তৃতীয় বার বাড়ল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির আবেদনের সময়সীমা। স্নাতক স্তরের প্রথম বর্ষের ভর্তির অনলাইনে আবেদনের সময়সীমা বাড়িয়ে ৩০ জুলাই পর্যন্ত করল উচ্চশিক্ষা দফতর।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
July 25, 2025 9:56 PM IST