কেন 'টপার লার্নিংস এক্সাম অ্যাপ'-কে সেরা বলছেন এই পড়ুয়ারা? 'টপার লার্নিংস এক্সাম অ্যাপ'-এর দাবি, শিক্ষার সমস্ত উৎকর্ষের ভরকেন্দ্র। পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই কার্যকরী এই অ্যাপ। প্রশ্নপত্রের সেট তৈরি করে প্রস্তুতি করানো হয় পড়ুয়াদের। তাড়াতাড়ি কোনও কিছু জানার জন্যও দারুণ কাজে আসবে এই অ্যাপ।
আরও পড়ুন: বাগদানের পর আন্তিলিয়াতে গ্র্যান্ড সেলিব্রেশন, ফুল বিছিয়ে স্বাগত জানানো হল অনন্ত-রাধিকাকে
advertisement
স্কুলের পরই একেবারে কাছের বন্ধুর মতো কাজ করবে এই 'টপার লার্নিংস এক্সাম অ্যাপ'। যে কোনও প্রশ্নের উত্তর মুহূর্তের মধ্যে দিতে পারে এই 'টপার লার্নিংস এক্সাম অ্যাপ'। পরীক্ষার ভয় কাটানোর জন্য ও পড়ার সময় নানা সমস্যার সম্মুখীন হতে পারার জন্য সাহস তৈরি করে এই অ্যাপ। যে কোনও বিষয় যেমন, বিজ্ঞান, ভূগোল, অর্থনীতি, সমাজ বিজ্ঞান, ইংরেজি গ্রামার ও হিন্দি গ্রামারের ভিত পোক্ত করবে এই অ্যাপ।
আরও পড়ুন: মনে শোক নিয়েই রেলের অনুষ্ঠানে মোদি, বাংলা-সহ গোটা দেশের জন্য বিরাট ঘোষণা
পরীক্ষার প্রস্তুতির জন্য পরীক্ষামূলক ভাবেই পড়াশোনা করা প্রয়োজন পড়ুয়াদের। এখানে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে নিজেদের প্রস্তুতি কতটা হয়েছে তা যাচাইও করতে পারবেন পড়ুয়ারা। পরীক্ষার আগে অবশ্যই ডাউনলোড করুন এই 'টপার লার্নিংস এক্সাম অ্যাপ'।